১১ ডিসেম্বর দিনটি কেন স্মরণীয়, দেখে নিন
Connect with us

আন্তর্জাতিক

১১ ডিসেম্বর দিনটি কেন স্মরণীয়, দেখে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১১ ডিসেম্বর দিনটি কেন বিশেষ, তা দেখে নেওয়া যাক।

আজ যে সকল বিশিষ্ট ব্যক্তিদের আজ জন্মদিন-

১৯২২ সালে ১১ ডিসেম্বর বলিউড অভিনেতা দিলীপ কুমার জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় শিল্পপতি এবং টিভিএস গ্রুপের চেয়ারম্যান ভেনু শ্রীনিবাসন। ১৯৫৭ সালের আজকের দিনে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত চক্ষুরোগ বিশেষজ্ঞ বিকাশ মহাত্মে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৯ সালের এই দিনে প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন তথা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ জন্মগ্রহণ করেন। ১৯৭০ এর এই দিনে ভারতীয় পুরাণবিদ, সুবক্তা, চিত্রকর এবং লেখক দেবদত্ত পট্টনায়েক জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালের এই দিনে শ্বেতা জয়শঙ্কর জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় মডেল, লেখক, উদ্যোক্তা, সৌন্দর্য প্রতিযোগিতার শিরোনামধারী ব্যক্তিত্ব।

Advertisement

১৮৪৬ সালের ১১ ডিসেম্বর কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক অক্ষয় চন্দ্র সরকার জন্মগ্রহন করেছিলেন। ১৮৮২ সালে সুব্রামানিয়া ভারতী এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন তামিল লেখক, কবি, সাংবাদিক, ভারতীয় স্বাধীনতা কর্মী। ১৯২৭ সালের আজকের দিনে বিশিষ্ট গজল এবং রুবাই লেখক নরেশ কুমার শাদ জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দেশের ১৩ তম রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন।

আজ যাদের মৃত্যুবার্ষিকী

১৯৭৬ সালের আজকের দিনে নবাব আলী ইয়াভার জং বাহাদুরের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় কূটনীতিক। ১৯৮৮ সালের আজকের দিনে মহারাজ শ্রী নগেন্দ্র সিং পরলোকগমন করেন। তিনি ছিলেন একজন ভারতীয় আইনজীবী এবং প্রশাসক। যিনি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৮ সালে কবি প্রদীপ-এর এই দিনে মৃত্যু হয়েছিল। তিনি ছিলেন একজন ভারতীয় কবি ও গীতিকার। ২০০২ সালে নানি আরদেশির পালখিওয়ালার এই দিনে মৃত্যু হয়। তিনি ছিলেন একজন ভারতীয় আইনবিদ এবং উদার অর্থনীতিবিদ ছিলেন। মাদুরাই শানমুখভাদিভু সুব্বলক্ষ্মী ২০০২ সালের আজকের দিনে পরলোকগমন করেন। তিনি ছিলেন একজন ভারতীয় কর্ণাটকী গায়ক। ১১ ডিসেম্বর দিনটি পন্ডিত রবি শঙ্করের মৃত্যুবার্ষিকী। রবি শঙ্কর ছিলেন একজন ভারতীয় সেতার শিল্পী এবং সুরকার। ২০১১ সালের আজকের দিনে তিনি প্রয়াত হন।

Advertisement

আর যে সমস্ত কারণে আজকের দিনটি স্মরণীয়-

১৯৬৭ সালের ১১ ডিসেম্বরেই পশ্চিম ভারতে ভয়াবহ ভূমিকম্প হয়। রিখটার স্কেল এর তীব্রতা ছিল ৬.৫। ১৭০ জন প্রাণ হারিয়েছিলেন। ১৯৯৮ সালের আজকের দিনে থাই এয়ারওয়েজ এর ‘এ ৩১০-২০০’ বিমান সুরাত ও থানে বিমানবন্দরের কাছে ভেঙে পরে এবং ১০১ জন নিহত হন। ২০১৭ সালের ১১ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা নির্বাচিত হন। ২০১৯ সালের আজকের দিনে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা অভিবাসীদের নাগরিকত্বের জন্য সংসদে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হয়।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.