বাংলার খবর
প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের চিকিৎসার বাড়তি ব্যয়ভার বহনের আশ্বাস দিলেন রাজ্যপাল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আজ হাওড়ার শিবপুরে ‘বাটুল দি গ্রেট’, ‘নন্টে ফন্টে’, ‘হাঁদা-ভোঁদা’ এর স্রষ্টার স্বাস্থ্যের খবর নিতে সকাল সাড়ে ন’টা নাগাদ তাঁর বাড়িতে যান সস্ত্রীক রাজ্যপাল। শিল্পীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। শরীরের খোঁজ খবর নেন।
শিল্পী নারায়ণ দেবনাথের চিকিৎসার অতিরিক্ত খরচ রাজভবন বহন করবে বলেও ঘোষণা করেন তিনি। ৯৬ বছর শিল্পী বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা নিয়ে এখন শয্যাশায়ী তিনি। এর আগেও যখন নারায়ণ দেবনাথ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল। আজ রাজ্যপাল জানান, যে কোনও সময় যে কোনও রকম প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে শিল্পীর পরিবার। সবসময় তিনি তাঁদের পাশে রয়েছেন। রাজ্যপাল বলেছেন, ‘প্রবীণ এই শিল্পীর আশীর্বাদ নিয়ে গেলাম। উনি যে ভাবে নিজের শিল্পকর্মে সমাজকে একটা নতুন দিশা দেখিয়েছেন, তা এক কথায় অতুলনীয়। ওনার অলঙ্করণগুলি ঐতিহাসিক। যাতে ওনার চিকিৎসায় কোনওরকম প্রতিবন্ধকতা না আসে, তার জন্য ওনার চিকিৎসার অতিরিক্ত ব্যয়ভার রাজভবন বহন করবে।
‘ এদিন হাওড়া পুরভোট নিয়েও মুখ খোলেন রাজ্যপাল। হাওড়া পুরসভার ভোট নিয়ে তিনি বলেছেন, ‘ভোট পরিচালনার দায়িত্বে আছে রাজ্য নির্বাচন কমিশন। হাওড়া ও বালি পুরসভার বিভাজনের বিষয়টি বিচারাধীন আছে। আমি গত ২৪ নভেম্বর বিধানসভার অধ্যক্ষের কাছে কিছু তথ্য জানতে চাই। কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর পাইনি।অথচ উল্টে আমার বিরোধিতা করা হচ্ছে। যেটা আমার ভালো লাগছে না।প্রয়োজন হলে বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।’ এর পাশাপাশি ‘বিএসএফ’ ইস্যু নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। রাজ্যপাল বলেছেন, ‘বিএসএফ এর মতো আধা সামরিক বাহিনী দেশের সুরক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যের সীমান্ত এলাকাগুলো অত্যন্ত সংবেদনশীল। যেখানে কেন্দ্রীয় ভাবে ৫০ কিমি সুরক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে রাজ্য কেন ১৫ কিমির কথা বলছে! মুখ্যমন্ত্রী কেন বিরোধিতা করছেন! রাজ্যের উচিত বিএসএফ এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা।’