বাংলার খবর
এবার ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুলের ছবি! কটাক্ষ তৃণমূলের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘মা’ উড়ালপুল, অন্ডাল বিমান বন্দরের পর এবার শিয়ালদহ উড়ালপুল! বিজেপি শাসিত ভিন রাজ্যের সরকারি বিজ্ঞাপনে আবারও বাংলার ছবি! উত্তরপ্রদেশের যোগী সরকারের বিজ্ঞাপনে ‘মা’ উড়ালপুল কিংবা উত্তরাখন্ডের সরকারের একটি প্রস্তাবিত বিমানবন্দরের বিজ্ঞাপনে অন্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার করা হয়েছিল।
এবার পাশের রাজ্য ত্রিপুরাতেও একই চিত্র। বিপ্লব দেবের সরকার নিজের উন্নয়ের ঢাক পেটাতে গিয়েই বাংলার ছবি ব্যবহার করে মহা বিপাকে পড়ে গেলেন। গাড়ি চালানোর নিয়ম সংক্রান্ত একটি স্লোগান লেখার প্রতিযোগিতার বিজ্ঞাপনে ত্রিপুরা সরকার তাদের টুইটার হ্যান্ডেলে যে ছবিটি দিয়েছে, সেটি আসলে শিয়ালদহ উড়ালপুল। ত্রিপুরা সরকারের অফিসিয়াল টুইটার থেকে শিয়ালদহ উড়ালপুলের ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, ‘পথ সুরক্ষা বাড়াতে নিজের প্রতিভা ব্যবহার করুন।’ সেই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে, ট্রাম লাইন, হলুদ ট্যাক্সি, নীল-সাদা রেলিং, আকাশী-হলুদ রঙের বাস। যার একটাও ত্রিপুরাতে নেই। ফের এক বিজেপি শাসিত রাজ্যের সরকারি বিজ্ঞাপণে কলকাতার ‘উন্নয়ন’-এর ছবি ব্যবহার করায় কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘এর আগে উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়েছে। উত্তরাখণ্ড সরকারের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে অন্ডাল বিমানবন্দরের ছবি। এবার ত্রিপুরা সরকার শিয়ালদহ উড়ালপুলের ছবি চুরি কের বিজ্ঞাপন বানাল।এমন ঘটনার জন্য ত্রিপুরা সরকারের উচিত ক্ষমা চাওয়া। যারা নির্বাচনে দাঁড়িয়ে বারবার মানুষের থেকে ভোট চাইছে, তাদের মেনে নেওয়া উচিত যে তৃণমূলের করা কলকাতার উন্নয়নকে দেখিয়ে তারা বারবার প্রচার করছে। আসলে কোনও উন্নতিই তারা করতে পারেনি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে উন্নয়ন দেখানোর মতো কিছু নেই। তাই বারবার বিজ্ঞাপনে বাংলার বিভিন্ন প্রকল্প বা পরিকাঠামোকে ধার করতে হচ্ছে তাদের।’