বিনোদন
২১-ই সাফল্য, কর্ণাটকের মাথায় মিস ইন্ডিয়ার মুকুট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবারই নতুন মিস ইন্ডিয়া পেল ভারত। মুকুট উঠল কর্ণাটকের সিনি শেট্টির মাথায়। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল এ বারের ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2022-এর অনুষ্ঠান ৷ রবিবার শো কর্তৃপক্ষের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়েছে বিজয়ীদের নাম ৷
বিচারকদের প্যানেলে ছিলেন মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, দিনো মোরিয়া, রাহুল খান্না, রোহিত গাঁধী এবং শমাক ডাবর। এরা ছাড়াও বলিউডের আরও অনেক সেলিব্রেটিওরা। এছাড়াও ছিলেন প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজও।
এ দিন তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে লেখেন, “অভিনন্দন, আসুন এ বার শ্যম্পেন খোলা যাক ৷ এই নারীদের প্রত্যেকের একটি শক্তিশালী ভাষ্য রয়েছে এবং আমরা নিশ্চিত যে এই মঞ্চকে ব্যবহার করে তাঁরা যা যা বিশ্বাস করেন সেগুলিকে আরও এগিয়ে নিয়ে যাবেন ৷ আমরা দেখেছি কতটা আবেগ দিয়ে তাঁরা এই সম্মান জেতার জন্য লড়াই করেছেন এবং আজকের এই মুহূর্তের সবটুকুই তাঁদের প্রাপ্য ৷”
Congratulation🎊 are in order for our very own #MissIndia2022 #SiniShetty #FeminaMissIndia2022 #MissIndiaFinale2022 #MissIndia pic.twitter.com/Dl2ggNYJxo
— The Voice Of Woman (@DVoiceOfWoman) July 4, 2022