'KK-র থেকে ভালো গাই...কে এই কেকে?', রূপঙ্করের মন্তব্যে সমালোচনার ঝড়
Connect with us

বিনোদন

‘KK-র থেকে ভালো গাই…কে এই কেকে?’, রূপঙ্করের মন্তব্যে সমালোচনার ঝড়

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিগত কিছুদিন ধরে কলকাতায় কেকে-র অনুষ্ঠান ঘিরে তুমুল উন্মাদনা দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তাঁর কনসার্টের টিকিট পাওয়া নিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা। নজরুল মঞ্চের ভিতরে যত মানুষ ধরে, গতকাল তার থেকে প্রায় ৩ গুণ বেশি দর্শক ছিল। সঙ্গে ছিল তীব্র অস্বস্থি, লাগামছাড়া ভিড়। সূত্রের খবর, নজরুল মঞ্চের ভিতরে ২৪৮৩ জনের জায়গা রয়েছে। এদিকে নজরুল মঞ্চের স্টাফরা জানিয়েছেন, মঙ্গলবার অডিটোরিয়ামের ভিতরে লাগাম ছাড়া ভিড় ছিল। গেটের বাইরে গতকাল এতটাই ভিড় হয় যে, তা সামলানোই দায় হয়ে ওঠে। বাধ্য হয়ে নজরুল মঞ্চের ৭ টা গেটই খুলে দেওয়া হয়। আর এরপরেই হয় এককাণ্ড, আচমকাই নাকি এসি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় নজরুল কর্তৃপক্ষ। আচমকাই গায়ক কেকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রীতিমত অসুস্থবোধ করেন কেকে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, কেকের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়া তাঁকে নিয়ে মুখ খুলেছিলেন বাংলার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের মুখে পড়েন তিনি। এরপর মঙ্গলবার কেকের অকাল প্রয়াণের খবর শুনে, শোকস্তব্ধ সেই রূপঙ্কর বাগচী। KK-র মৃত্যুর কয়েকঘণ্টা আগে একটি ফেসবুক লাইভ করেন রূপঙ্কর। তিনি বলেন, “আজ শো করতে KK কলকাতায় এসেছিলেন। ওয়ান অ্যান্ড ওনলি KK। এই শো নিয়ে তুমুল উত্তেজনা। তাঁর কনসার্টের কিছু লাইভ ভিডিয়ো দেখছিলাম। তিনি ‘ওয়ান্ডারফুল’ গায়ক। কিন্তু, আমার মনে হল সোশ্যাল মিডিয়ায় এই রকম ভিডিয়ো আমার রয়েছে, সোমলতা, ইমন মনোময়, রাঘব, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপমের রয়েছে। আমি গান শুনে যা বুঝলাম আমরা KK-র থেকে সবাই ভালো গান গাই। কেন আমাদের নিয়ে এত উত্তেজনা বোধ করেন না বলুন তো! KK- KK-KK, কে হু ইজ কে! আমরা যে কোনও কের থেকে ভালো গাই। আমি যে গায়কদের নাম নিলাম তাঁরা KK-র থেকে অনেক ভালো। বম্বের শিল্পীদের নিয়ে কেন এত উত্তেজনা! ওডিশা, পঞ্জাব, দক্ষিণের ইন্ডাস্ট্রির থেকে শিখুন। বাঙালি হোন ভাই, বোন, মাসি, পিসি, প্রেমিকা, প্রেমিক- বাঙালি হোন প্লিজ।”

Advertisement

প্রসঙ্গত, কেকের মৃত্যুর পর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তারপরই নেটিজেনদের রোশানলের মুখে পড়েন তিনি। তবে এই যাবতীয় বিতর্কের মধ্যেই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রূপঙ্কর। তিনি বলেন, “দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে। সদ্য ভুবনেশ্বর থেকে ল্যান্ড করলাম। KK অত্যন্ত বড় মাপে শিল্পী ছিলেন। এটা ওঁর মৃত্যুর বয়স নয়। অতীতে অনেক মিউজিশিয়ান ছেড়ে চলে গিয়েছেন। ওঁর সেই বয়স হয়নি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। আমি KK-র বিরুদ্ধে কিছু বলতে চাইনি। মানুষ বুঝতে না পারলে দুঃখ লাগবে। বাংলা গান, বাংলা সাহিত্য, এই নিয়ে বলতে চেয়েছিলাম। চিনিই না ভদ্রলোককে। ওঁর উপর কেন রাগ থাকবে। আমি ওঁর ভক্ত। আমার বক্তব্য নিয়ে কেউ অন্য কিছু ভেবে থাকলে এটা তাঁদের ভুল।”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.