বাংলার খবর
বাঁশদ্রোণীতে প্রকাশ্য দিবালোকে শ্যুটআউট! গুলিবিদ্ধ দুই ব্যবসায়ী, আটক ৪

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : প্রকাশ্য দিবালোকে শহর কলকাতায় আবারও শ্যুট আউট। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের খ্রিস্টান পাড়ায় গুলি চলার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন দুই ব্যবসায়ী মলয় দত্ত এবং বিশ্বনাথ সিং ওরফে বাচ্চু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার এক বহুতলের একতলায় রিয়েল এস্টেট ব্যবসায়ী মলয় দত্তর অফিস রয়েছে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সদলবলে সেই অফিসে ঢুকে মলয় দত্তকে লক্ষ্য করে গুলি চালান প্রমোটার বিশ্বনাথ সিং।
গুলি লাগে তাঁর বুকের ডান দিকে। অভিযোগ, এরপর বিশ্বনাথকে লক্ষ্য করেও পাল্টা গুলি চালান মলয়। জোড়া গুলির শব্দ পেয়ে ছুটে আসেন ফ্ল্যাটের অন্যান্য তলার বাসিন্দা সহ প্রতিবেশীরা। ঘটনার আকস্মিকতা সামলে নিয়ে তারাই তড়িঘড়ি খবর দেন পুলিশে। বাঁশদ্রোণী থানার পুলিশ এসে দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মলয় দত্তকে প্রথমে নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতাল। তখনও শরীরে গুলি আটকে থাকায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম-এর ট্রমা কেয়ারে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। অপরদিকে বিশ্বনাথের পিঠে গুলি লাগে। তাঁকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেস হাসপাতালে। তাঁর অবস্থাও আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিলেন না প্রধানমন্ত্রী, বাণিজ্য সম্মেলনে আসছেন না নরেন্দ্র মোদি
মলয় দত্তের স্ত্রী জানিয়েছেন, বিশ্বনাথ সিঙের কাছেই কাজ করতেন মলয়। সম্প্রতি সেই কাজ ছেড়ে নিজেই রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন মলয়। মঙ্গলবার সকালে আচমকাই অফিস ঘরে ঢুকে কেন কাজ ছেড়ে দিয়েছেন, এই প্রশ্ন মলয়কে করেন বিশ্বনাথ। এই কথা কাটাকাটির মধ্যেই আচমকাই বিশ্বনাথ গুলি চালান। মলয়ের স্ত্রী’র আরও অভিযোগ, কাজ করলেও কোনও টাকাই মলয়কে দিতেন না বিশ্বনাথ। কিন্তু কেন গুলি চলল, তার কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ঘটনাস্থলে নিজে পৌঁছেছেন ডিসি (এসএসডি)। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরনো শত্রুতা, নাকি সিন্ডিকেট বিবাদ, না এলাকা দখলকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত নেমে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন – বড় ঘোষণা, রাজ্য স্বাস্থ্য ও খাদ্য দফতরে প্রচুর নিয়োগ