বড় ঘোষণা, রাজ্য স্বাস্থ্য ও খাদ্য দফতরে প্রচুর নিয়োগ
Connect with us

বাংলার খবর

বড় ঘোষণা, রাজ্য স্বাস্থ্য ও খাদ্য দফতরে প্রচুর নিয়োগ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যের বিভিন্ন দফতরে একাধিক নিয়োগ হতে চলেছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। খাদ্য ও স্বাস্থ্য দফতরে একাধিক কর্মী নিয়োগ করা হবে। সোমবার পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গ্রাম ও শহরের স্বাস্থ্যপরিসেবা বাড়ি বাড়ি মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার বিশেষ নজর দিয়েছে। স্বাস্থ্য দফতরে উন্নত পরিষেবা দিতে ১৫তম ফিন্যান্স হেল্থ কমিশনের গ্রান্টের অধীনে সরকার চুক্তিভিত্তিক ১১ হাজার ৫৫১ জন কর্মী নিয়োগ করবে।

আরও পড়ুন – জেলার সংখ্যা বাড়াতে আরও আইএএস, আইপিএস চেয়ে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন মমতা

এছাড়া খাদ্য দফতরের অধীনে চুক্তিভিত্তিক আরও ৩৪২ জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। দুয়ারে রেশন প্রকল্পের মতো খাদ্য দফতরের নানান প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোকে দ্রুত ত্বরান্বিত করতেই খাদ্য দফতরে ডাটা এন্ট্রি অপারেট নিয়োগ করা হবে বলে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও মগরাহাটে জোড়া খুনের ঘটনায় দুই পরিবার থেকে একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে। গতবছর বজ্রাঘাতে হুগলি ও মুর্শিদাবাদে কুড়ি জনের উপরে মারা গিয়েছিলেন। তাদের পরিবারেরও একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে বলে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

আরও পড়ুন – স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের, রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব