কলকাতা পুলিশে চালু হচ্ছে নেতাজি ব্যাটেলিয়ন, ১ হাজার ১৭১ জনকে নিয়োগ
Connect with us

বাংলার খবর

কলকাতা পুলিশে চালু হচ্ছে নেতাজি ব্যাটেলিয়ন, ১ হাজার ১৭১ জনকে নিয়োগ

Rate this post

রাজীব দত্ত, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বঘোষণা অনুযায়ী এবার কলকাতা পুলিশে পথ চলা শুরু করতে চলেছে নেতাজি ব্যাটেলিয়ন। নতুন এই ব্যাটেলিয়নের জন্য মোট এক হাজার ১৭১ জন পুলিশকর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই ব্যাপারে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকাও জারি করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে নেতাজী জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশে নেতাজি ব্যাটেলিয়ন তৈরির কথা ঘোষণা করেছিলেন।

সেই মতোই কলকাতা পুলিশে তৈরি করা হচ্ছে নেতাজি ব্যাটেলিয়ন। জানা গিয়েছে, এই ব্যাটেলিয়নের হেডকোয়ার্টার হবে হাওড়ার কামারডাঙ্গা পুলিশ ট্রেনিং আকাদেমি। এই ব্যাটেলিয়নের দায়িত্বে থাকবেন আইপিএস পদমর্যাদাসম্পন্ন একজন ডেপুটি কমিশনার। এছাড়াও আইপিএস নন, কলকাতা পুলিশ থেকে প্রমোশন পাওয়া একজন ডেপুটি কমিশনার-২ থাকবেন। নেতাজি ব্যাটেলিয়নে থাকছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ নন ইনভেস্টিগেটিং ক্যাডারের চারটি পদ এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ নন ইনভেস্টিগেটিং ক্যাডারের (প্রশাসনিক) একজন অফিসার। ইন্সপেক্টর থাকবেন ১০ জন, সাব-ইন্সপেক্টর ৩০ জন, আর্মড ইন্সপেক্টর একজন এবং সার্জেন্ট থাকবেন চারজন।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিলেন না প্রধানমন্ত্রী, বাণিজ্য সম্মেলনে আসছেন না নরেন্দ্র মোদি

Advertisement

এছাড়াও ১৭৪ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, তিনজন আর্মড অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ৭৫০ জন কনস্টেবল এবং কুড়ি জন পুলিশ ড্রাইভার ও কনস্টেবল ড্রাইভারকে নিয়ে তৈরি করা হচ্ছে এই ব্যাটেলিয়ন। তবে আগামী চার বছরে মোট চার ধাপে নিয়োগ করা হবে। এই ব্যাটালিয়নের জন্য প্রতি বছর ২৯২ জন করে এই এক হাজার ১৭১ জন কর্মীকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য পুলিশে চালু হয়েছে রাজবংশীদের জন্য নারায়ণী ব্যাটেলিয়ন। এবার সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে কলকাতা পুলিশে চালু হল নেতাজি ব্যাটেলিয়ান।

আরও পড়ুন –  বড় ঘোষণা, রাজ্য স্বাস্থ্য ও খাদ্য দফতরে প্রচুর নিয়োগ

Advertisement