আন্তর্জাতিক
কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত বাংলার সৎপাল রাই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ মোট ১৩ সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে। সুলুর থেকে ওয়েলিংটন কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরও ১২ সেনা আধিকারিক।
কিন্তু সেখানে পৌঁছনোর আগেই নীলগিরি পাহাড়ে ভেঙে পড়ে সেনার এমআই-১৭ ভি৫। এই ঘটনা সামনে আসতেই সারা দেশ জুরে শোকের ছায়া নেমে এসেছে। এই ১৩ জন নিহত হয়েছেন, তারমধ্যে রয়েছেন বাংলার এক সেনা জাওয়ান। নিহত ওই সেনার নাম সৎপাল রাই। বয়স ৪১ বছর। তিনি দার্জিলিঙের তাকদহের বাসিন্দা। প্রথমে গোর্খা রাইফেলসের হাবিলদার পদে কর্মরত ছিলেন।
এরপর থেকেই সৎপাল রাই চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। সৎপাল রায়ের মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। সৎপাল রাইয়ের একমাত্র ছেলেও দেশের সেনা বাহিনীতে কর্মরত রয়েছেন। সৎপাল রাইয়ের মৃত্যুর খবর জানতে পারে গভীর শোক প্রকাশ করেছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।