রাজনীতি
Raiganj : রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারকে প্রাণনাশের হুমকি

ডিজিটাল ডেস্ক : রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে খুনের হুমকি যা নিয়ে তপ্ত হয়ে উঠলো শাসক দল । এদিন একটি উড়ো চিঠিতে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে খুনের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর জুড়ে। যদিও চিঠিটি কে বা কারা লিখেছেন তা নিয়ে সংশয়ে তদন্ত করছে পুলিশ।
কী লেখা হয়েছে সেই চিঠিতে? জানা যায়, চিঠিতে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই চিঠিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।
রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারকে খুনের হুমকি দেওয়া হয়েছে ,এমনই দাবি করেন তিনি। ওই চিঠিতে হিন্দিতে লেখা হয়েছে ” সাবধানে থাকুন, আপনার প্রাণনাশের আশঙ্কা রয়েছে। চিঠিতে একটি গাড়ির নম্বরও উল্লেখ করা হয়েছে। গাড়ির নম্বরটি হল WB60V5858। গাড়ির নম্বর অনুয়ায়ী পুলিশ জানতে পেরেছে গাড়িটি রায়গঞ্জের আরটিও’র রেজিস্ট্রেশন রয়েছে, সেই সুত্র ধরেই তদন্ত চলছে।
সোমবার রাতে এই নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে আসেন অরিন্দম সরকার ( গোরা)। তিনি তার অভিযোগে জানান, নামহীন একটি উড়ো চিঠি কেউ তাঁর বাড়িতে ফেলে দিয়ে যায়। আর সেই চিঠিতে কারও নাম না থাকায় বুঝতে অসুবিধা হচ্ছে কে বা কারা এই চিঠিটি পাঠিয়েছে। তবে ওই চিঠিতে একটি গাড়ির নম্বর দেওয়া রয়েছে যেখানে রায়গঞ্জের রেজিস্ট্রেশন করা গাড়ি বলে মনে করা হচ্ছে। তবে কারা অরিন্দম সরকারকে খুনের পরিকল্পনা করছে সেই বিষয়ে অরিন্দম সরকারকে প্রশ্ন করা হলে তাঁর দাবি এটা বিরোধী রাজনীতি দলের চক্রান্ত বলেন।
অন্যদিকে অরিন্দম সরকারকে খুনের হুমকি নিয়ে এই ঘটনায় বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, বিজেপি এধরনের কাজ করেনা আর এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফল। পাশাপাশি চাকরির নামে যেভাবে তৃণমূল নেতারা সাধারন মানুষের থেকে টাকা তুলেছে তাঁর ফলে এধরনের ঘটনা ঘটতেই পারে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এব্যাপারে থানায় একটি অরিন্দম বাবু লিখিত অভিযোগ দায়ের করেছেন , আর সব দিক খোলা রেখেই পুলিশি তদন্ত শুরু হয়েছে।