চাকুরী
বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বাজারে এলো Majestic Dreams Ultra কোম্পানি
এই কোম্পানিতে কাজ করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই কোম্পানিতে কাজের জন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে একটা ব্যবসায়ী মাইন্ড সেট

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং বর্তমানে কর্ম করা ব্যক্তিদের অল্প সময়ে সঠিক পথে উপার্জনের ব্যবস্থা করতে বাজারে আসলো ম্যাজিস্টিক ড্রিমস আল্ট্রা প্রাইভেট লিমিটেড (Majestic Dreams Ultra Private Limited)। বর্তমান যুগে চাকরির সন্ধান করতে করতে বহু মানুষ পিছিয়ে পড়ছে তাই সঠিক ব্যবসার মাধ্যমে সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করতে ম্যাজিস্টিক ড্রিমস আল্ট্রা প্রাইভেট লিমিটেড একটি চমৎকার ব্যবসার প্ল্যান নিয়ে এসেছে। বাজারের দামের সাথে তাল মিলিয়ে একাধিক নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে বাজারে পা রেখেছে এই নতুন কোম্পানিটি। এই কোম্পানিতে কাজ করতে অধিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই তবে ন্যূনতম শিক্ষিত হতে হবে। কিভাবে এই কোম্পানিতে কাজ করবেন এই নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হলো।
কারা এই কোম্পানিতে কাজ করতে পারবেন ?
প্রথমেই বলে রাখি, এই কোম্পানিতে কাজ করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই কোম্পানিতে কাজের জন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে একটা ব্যবসায়ী মাইন্ড সেট অবশ্যই রাখতে হবে কারণ এই কোম্পানি যে ব্যবসার যুক্তি দিয়ে থাকে তাহলে অল্প দামে পন্য কিনে সেই পণ্য বাজারে বা পারিবারিক ব্যবহারের জন্য ব্যবসা করা।
কিভাবে কোম্পানিতে যোগ দেব ?
এটি একটি ভালো প্রশ্ন কারণ এই চাকরি মন্দার যুগে ম্যাজিস্টিক ড্রিমস আল্ট্রা প্রাইভেট লিমিটেড যেভাবে বেকারদের একটি সুন্দর ব্যবসার মাধ্যমে সফল হওয়ার রাস্তা বের করেছে তাতে দিনের পর দিন সফল হচ্ছেন বহু ব্যক্তি, কম দামে অন্য কিনে সেই পণ্য বাজারে বিক্রয়ের মাধ্যমে যথেষ্ট উপার্জন করছেন বহু ব্যক্তি ।
এই কোম্পানিতে যোগ দেওয়ার জন্য আপনাকে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এছাড়া কোম্পানির ওয়েবসাইটে গিয়েও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। https://majesticdreamsultra.com/login/register রেজিস্ট্রেশন করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাথে কোম্পানির কোন উপদেষ্টা যোগাযোগ করবেন এবং আপনার ব্যবসায় কিভাবে উন্নত করতে হবে এবং ঠিক কত টাকা পুঁজি নিয়ে এই কোম্পানিতে যোগ দিলে আপনি সঠিক আয় বা উপার্জন করতে পারবেন এর সমন্ধিত সকল খুঁটিনাটি আপনার সাথে কোম্পানির তরফে জানানো হবে।
ম্যাজিস্টিক ড্রিমস আল্ট্রা প্রাইভেট লিমিটেড কোম্পানিটি গত বছর দোসরা নভেম্বর প্রতিষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার, রায়গঞ্জ থানা এলাকার এই কোম্পানিটি স্থাপিত হয়েছে মাত্র পাঁচ মাসের মধ্যে এই কোম্পানিতে বহু বেকার যুবক যুবতী সঠিক আয়ের রাস্তা খুঁজে পেয়েছেন বলে দাবী জানিয়েছে কোম্পানিতে কর্মরত ব্যবসায়ীরা । সঠিক ব্যবসার মাধ্যমে যে একটি সফল জীবন পাওয়া যায় তারই নিদর্শন ম্যাজিস্টিক ড্রিমস আল্ট্রা প্রাইভেট লিমিটেড (Majestic Dreams Ultra Private Limited)।