চাকুরী
আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর জেনেনিন আবেদনের নিয়ম

আশা ওয়ার্কার নিয়োগ : কয়েকদিন হল আশা কর্মী (Asha Worker) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর (Chief Medical Officer of Health, CMOH)। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে। কেবল মাত্র বিবাহিত / বিধবা / আদালতকর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ঐ এলাকার গ্রামের বাসিন্দা হতে হবে। যারা এই পদের জন্য আবেদন করতে আগ্রহী আছেন তারা বিস্তারিত জেনে নিয়ে আবেদন করতে পারেন। আবেদন শুরু হচ্ছে : 30-08-2022 এবং আবেদনের শেষ তারিখ : 14-09-2022 ।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
চাকরী প্রার্থীর বয়স : জেনারেলদের ন্যূনতম বয়স সীমা: 30 বছর, SC/ST মহিলাদের জন্য ন্যূনতম বয়স সীমা: 22 বছর, জেনারেল, SC/ST মহিলাদের জন্য সর্বোচ্চ বয়সসীমা: 40 বছর, বয়স শিথিলকরণ নিয়ম অনুযায়ী প্রযোজ্য।
ফর্ম ডাউনলোড করতে লিঙ্কে ক্লিক করুন – https://bit.ly/3KsKvfW
আরও পড়ুন – চাকরীর সংবাদ: সিভিক ভলেন্টিয়ার নিয়োগ আবেদনের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ