চাকুরী
Indian Rail Recruitment 2023 : ২ লক্ষ শূন্যপদ ! বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল
খুশির বার্তা নিয়ে এলো ভারতীয় রেল (Indian Railways) এক কথায় বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল (Indian Rail New Recruitment 2023)

ডিজিটাল ডেস্ক : দীর্ঘকাল করোনা মহামারী তারপর কিছুটা শিথিল হতেই, চাকরি দাতা কোম্পানি গুলির অবস্থা রীতিমত শোচনীয়। তার উপর কর্মী ছাঁটাই পর্ব লেগেই রয়েছে, অনুমান করা হচ্ছে নয়া বছরে কিছুটা খুশির খবর দেবে সরকারী চাকরীতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সংবাদের শিরোনামে বাংলা সব মিলিয়ে কাজ হারিয়েছেন অনেকেই। এই অকালে যেন খুশির বার্তা নিয়ে এলো ভারতীয় রেল (Indian Railways) এক কথায় বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল (Indian Rail New Recruitment 2023)। বলা বাকী রাখে না ভারতের লাইফলাইন হিসেবে পরিচিত ভারতীয় রেল (Indian Rail New Recruitment 2023) । সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে প্রায় ৩ লক্ষ কর্মী নিয়োগ- এর সম্ভাবনা রয়েছে বলে ঘোষণা করা হয়েছে ভারতীয় রেলের তরফে। এরই মধ্যে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছর জানুয়ারি মাসে প্রায় দেড় লক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে রেল।
সূত্রের খবর – টেকনিক্যাল (Technical) , নন টেকনিক্যাল (Non Technical) এবং রেল নিরাপত্তা বাহিনী (Rail Security) সহ আরোও অন্যান্য বিভাগেও কর্মী নিয়োগ করা হবে। রেলকর্তাদের অনুমান যে, যখন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন এই শূন্যপদের সংখ্যা আরও বাড়তে পারে। বিগত ২৭ মাস করোনা অতিমারির জেরে রেলের (Indian Rail New Recruitment 2023) নিয়োগ থমকে ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়াতে ডিসেম্বর থেকে এই বকেয়া নিয়োগ প্রক্রিয়াগুলো আবার শুরু করেছে রেল (Indian Rail New Recruitment 2023)।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বড় আপডেট! কবে টাকা পাওয়া যাবে ? সব উত্তর
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 সংখ্যালঘু পড়ুয়াদের বড় ঝাটকা দিল মোদি সরকার, বন্ধ করে দেওয়া হলো মৌলানা আজাদ স্কলারশিপ
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 দিতে হবে না লিখিত পরীক্ষা, সরাসরি নিয়োগ ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এখনি আবেদন করুন
বর্তমান দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) রেলের সব বিভাগকে সাজিয়ে, এবং বর্তমান ভারতের জনসংখ্যা ও উন্নত পরিষেবা বিষয় নিয়ে যেতে চাইছেন একটা পরবর্তী স্তরে। এতে টেকনিক্যাল (technical) বিষয়ে ব্যাপক হারে চাহিদা বেড়েছে দক্ষ কর্মীর (Experienced Worker)। তাই ভারতীয় রেল দপ্তর অনুমান করছে যে, “ফিউচার ইজ নিয়ার” যার কারণেই এই বিপুল নিয়োগের কথা ঘোষণা করেছে ভারতীয় রেল ( Indian Railways)।
কত কর্মী কোথায় কোথায় নিয়োগ করা হবে ?
বর্তমানে রেলের তরফে কর্মী নিয়োগ নিয়ে কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কিন্তু সূত্রের খবর, এই রেলের কর্মী নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করা হবে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকেই । আমরা সেই বকেয়া কর্মী নিয়োগের তথ্য অনুযায়ী, আনুমানিক খালিপদের সংখ্যা পাঠকদের সামনে আনছি। এবার তাহলে চলুন রেল কোন কোন পদে নিয়োগ করবে তা আনুমানিকভাবে জেনে নেওয়া যাক।
সবার আগে লোকো পাইলট বা রেল চালকের পদে কর্মী নিয়োগ করা হবে। এছাড়া মোটরম্যান নিয়োগ করা হবে এবং অন্যান্য টেকনিক্যাল পোস্টে। এছাড়াও বকেয়া তথ্য অনুযায়ী ভারতীয় রেল (Indian Rail) আগামীতে স্টেশন মাস্টার (Station Master), টিকিট কালেক্টর (TC) ও আরপিএফে (RPF) এই পদ গুলিতে ঢেলে কর্মী নেবে।
বকেয়া সুত্র, লোকো পাইলটসহ টেকনিক্যাল ক্যাটাগরিতে প্রায় ২০ থেকে ৩০ হাজার কর্মী নিয়োগ করা হবে । তবে এই সংখ্যাটা বেড়ে ৫০ হাজারেও পৌঁছতে পারে । আপনার টেকনিক্যাল ডিগ্রি থাকতে হবে এই পদে আবেদনের জন্য । অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে এই পদে আবেদনের জন্য অথবা মাধ্যমিক পাসসহ ITI সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীর।
এরপর আরপিএফে (Indian Rail RPF Recruitment 2023) বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করা হবে। এখানে কনস্টেবলসহ SI অর্থাৎ সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। আরপিএফের শূন্যপদের সংখ্যা হলো প্রায় ১০ হাজার। কনস্টেবল পদে আবেদনের জন্য আপনাকে জন্য দশম শ্রেণি পাস করতে হবে। SI অর্থাৎ সাব-ইন্সপেক্টর পদে আবেদনের জন্য আপনাকে স্নাতক হতে হবে।
টিকিট কালেক্টর পদে আবেদনের জন্য আপনাকে দশম শ্রেণি পাস করতে হবে। ভারতীয় রেল প্রায় ৮ হাজার নতুন টিকিট কালেক্টর নিয়োগ করবে। এছাড়াও স্টেশন মাস্টার পদে ৫ হাজার কর্মী নিয়োগ করা হবে। সূত্র মারফত খবর পাওয়া গেছে যে, এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে।
এই চাকরী সংক্রান্ত প্রতিবেদনটি ভাল লাগলে অবশ্যই আপনার সহপাঠী বা বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও জেনে রাখুন আমাদের এই Bengal Xpress (বেঙ্গল এক্সপ্রেস) সাইটে প্রতিদিন বিভিন্ন সরকারি চাকরি (Government Job) সহ বিভিন্ন বেসরকারি চাকরি, বিভিন্ন সরকারি প্রকল্প, ও শিক্ষা এবং শিক্ষা প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও কারেন্ট এফেয়ার্স (Current affairs 2023) সবার আগে জানার জন্য আমাদের Bengal Xpress (বেঙ্গল এক্সপ্রেস) -এর ওয়েবসাইটের নোটিফিকেশন খোলা রাখুন ও নিয়মিত প্রবেশ করুন এবং এছাড়া আমাদের WhatsApp গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে লেখা লিঙ্কে চাপুন ।
FAQ. ভারতীয় রেলে কর্মী নিয়োগ ২০২৩ | Indian Railways New Recruitment 2023
Q. কবে থেকে ভারতীয় রেলে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ? | Indian Railways Recruitment 2023 Date
Ans . ভারতীয় রেলের কর্মী নিয়োগ ২ বছরের বকেয়া তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারী থেকেই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যদিও বর্তমানে রেলের তরফে কর্মী নিয়োগ নিয়ে কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
Q. কোন কোন পদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ হবে ? | Indian Railways Recruitment 2023 Vacancy
Ans . সূত্রের খবর, এই রেলের কর্মী নিয়োগে যে পদগুলি থাকবে সেগুলি যথা – লোকো পাইলট, স্টেশন মাস্টার (Station Master), টিকিট কালেক্টর (TC) ও আরপিএফ (RPF) এবং টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে ।