দিতে হবে না লিখিত পরীক্ষা, সরাসরি নিয়োগ ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এখনি আবেদন করুন
Connect with us

চাকুরী

দিতে হবে না লিখিত পরীক্ষা, সরাসরি নিয়োগ ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এখনি আবেদন করুন

সরাসরি নিয়োগ ক্যালকাটা ইউনিভার্সিটিতে ( Calcutta University Recruitment 2022), এখনি আবেদন করুন । হ্যাঁ এইবার কোনরকম লিখিত পরীক্ষায় বসার নিয়ম নেই ।

Dwip Narayan Chakraborty

Published

on

লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ চলছে
Rate this post

ডিজিটাল ডেস্ক : সরাসরি নিয়োগ ক্যালকাটা ইউনিভার্সিটিতে ( Calcutta University Recruitment 2022), এখনি আবেদন করুন । হ্যাঁ এইবার সরাসরি নিয়োগ চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কোনরকম লিখিত পরীক্ষায় বসার নিয়ম নেই । তাই এই সুযোগ হাতছাড়া করবেন না, আজকেই আবেদন করে ফেলুন।  কিভাবে আবেদন করবেন ? বা কোথায় আবেদন করবেন এই সব বিষয় নিয়েই আজকের এই চাকরীর প্রতিবেদন। চাকরি প্রার্থীদের জন্য এবার রয়েছে সত্যিই দারুন সুখবর! আর আপনি যদি দীর্ঘদিন ধরে কোন চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে হয়তো সেই চিন্তার কিছুটা হাল হতে পারে, আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে একটি কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University Recruitment 2022) এবার কলেজের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ (Jobs in Kolkata) করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এই প্রতিবেদনে Calcutta University Recruitment 2022, (কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২) সম্পর্কিত, কিভাবে অনলাইনে আবেদন  Calcutta University Recruitment 2022 Apply Online, অফিশিয়াল নোটিস ডাউনলোড Official Notice Pdf Download, এবং কলকাতায় চাকরী Jobs in Kolkata, এবং পশ্চিমবঙ্গের West Bengal Jobs বিশ্ববিদ্যালয়ে চাকরীর সঠিক তথ্য তুলে ধরা হয়েছে । 

এছাড়াও জেনে রাখুন আমাদের এই Bengal Xpress (বেঙ্গল এক্সপ্রেস) সাইটে প্রতিদিন বিভিন্ন সরকারি চাকরি (Government Job) সহ বিভিন্ন বেসরকারি চাকরি, বিভিন্ন সরকারি প্রকল্প, ও শিক্ষা এবং শিক্ষা প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও কারেন্ট এফেয়ার্স (Current affairs 2023) সবার আগে জানার জন্য আমাদের Bengal Xpress (বেঙ্গল এক্সপ্রেস) -এর ওয়েবসাইটের নোটিফিকেশন খোলা রাখুন ও নিয়মিত প্রবেশ করুন এবং এছাড়া আমাদের WhatsApp গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে লেখা লিঙ্কে চাপুন । 

Advertisement

 

Contents hide

ক্যালকাটা ইউনিভার্সিটিতে নিয়োগ ২০২২ | Calcutta University Recruitment 2022 (Jobs in Kolkata)

সংস্থার নাম : Calcutta University
পোস্টের নাম : জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow – JRF)
চাকরির স্থান :
কলকাতা (Jobs in Kolkata)
অফিশিয়াল ওয়েবসাইট  :
caluniv.ac.in

এই আলোচ্য প্রতিবেদনে আমরা জানবো যে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Jobs in Kolkata) কর্মী নিয়োগ হতে চলেছে। আর এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরী প্রার্থীকে আবেদনের জন্য কতটা শিক্ষাগত যোগ্যতা লাগবে ? সঠিক বয়সসীমা কত হতে হবে ? চাকরীর পদে আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি ? ইত্যাদি বিষয় সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ২০২২ : পদের নাম

কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পদের জন্য নিয়োগ করা হবে তা হল –  জুনিয়ার রিসার্চ ফেলো  (Junior Research Fellow – JRF)

কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষা ছাড়াই এই চাকরির জন্য আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া

১)  আপনি যদি চাকরী প্রার্থী হয়ে থাকেন তাহলে এই চাকরির জন্য আপনাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন – এর মাধ্যমে আবেদন করতে হবে (Apply Online for Calcutta University Recruitment 2022 )।

Advertisement

২) মনে রাখবেন আবেদন করার আগে আপনাকে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) অবশ্যই আপনাকে একটি বৈধ মোবাইল নম্বর সহ ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন শুরু করতে হবে। কারন যাবতীয় সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য, আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেল আইডির মাধ্যমে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
বিশেষ দ্রষ্টব্য –  আবেদনকারীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। কারন মনে রাখবেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

Advertisement

৫) চাকরী প্রার্থী আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) আবেদনকারীকে ফর্ম ফিলাপ এর সবশেষে ‘Submit’ অপশনে ক্লিক করে আবেদন পর্বের কাজ শেষ করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র 

এই পদের চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো- ( Calcutta University Vacancy 2022 (jobs in Kolkata): Required Documents )

Advertisement

১. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
২. আপনার বয়সের প্রমাণপত্র (Age Proved Documents)
৩. আপনার বাসস্থানের প্রমাণপত্র (Address Proved documents)
৪. আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড) (National ID Cards)
৫. আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) (Cast Certificate)
৬. আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে) (Experience Certificate)

এছাড়া আবেদনকারী বিশদে বিস্তারিত জানতে চাইলে অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড (Download) করে পড়ে নেবার অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক

কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২: আবেদন মুল্য

জেনে রাখুন এই চাকরির আবেদনের জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না ( Calcutta University Recruitment 2022 (jobs in Kolkata): Application Fees )

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি এই চাকরির জন্য (Calcutta University Recruitment 2022: Education Qualification ) আবেদন করতে চান তাহলে আপনাকে এনভায়রনমেন্টাল সায়েন্স/লাইফ সায়েন্স/ ফিজিক্যাল সায়েন্স/কেমিক্যাল সায়েন্স অথবা টেকনোলজি/আর্থ সায়েন্স বিষয়ে M.Sc./ M. tech পাস করতে হবে। এছাড়াও জয়েন্ট CSIR-UGC NET-JRF/ NTA-UGC NET-JRF/ DBT JRF/DST INSPIRE ফেলোশিপ থাকতে হবে ।

কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২: গুরুত্বপুর্ণ তারিখসমুহ

চাকরীর পদে আবেদনের শুরুর তারিখ: 26/11/2022 অর্থাৎ ২৬ নভেম্বর ২০২২ তারিখ (Calcutta University Recruitment 2022: Important Dates) এবং আবেদনের শেষ তারিখ: 10/12/2022 অর্থাৎ ১০ ডিসেম্বর ২০২২ তারিখ ।

এই চাকরী সংক্রান্ত প্রতিবেদনটি ভাল লাগলে অবশ্যই আপনার সহপাঠী বা বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও জেনে রাখুন আমাদের এই Bengal Xpress (বেঙ্গল এক্সপ্রেস) সাইটে প্রতিদিন বিভিন্ন সরকারি চাকরি (Government Job) সহ বিভিন্ন বেসরকারি চাকরি, বিভিন্ন সরকারি প্রকল্প, ও শিক্ষা এবং শিক্ষা প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও কারেন্ট এফেয়ার্স (Current affairs 2023) সবার আগে জানার জন্য আমাদের Bengal Xpress (বেঙ্গল এক্সপ্রেস) -এর ওয়েবসাইটের নোটিফিকেশন খোলা রাখুন ও নিয়মিত প্রবেশ করুন এবং এছাড়া আমাদের WhatsApp গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে লেখা লিঙ্কে চাপুন । 👇👇👇

Advertisement

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

১ ) Calcutta University Recruitment 2022 Apply Online –  আবেদন করুন
২ ) কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২ Official Notice –  ডাউনলোড করুন
৩) কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২ Official Website – এখানে দেখুন
৪) আমাদের WhatsApp, Telegram গ্রুপে যুক্ত হন

আবেদনকারীদের জন্য FAQ :

Question: কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২ পদে আবেদনের শেষ তারিখ কবে ?

Ans: 10/12/2022 অর্থাৎ ১০ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে( Calcutta University Recruitment 2022 – jobs in Kolkata) ( আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পুনরায় পড়ুন )

Question:  কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২ পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি ?

Ans: এনভায়রনমেন্টাল সায়েন্স/লাইফ সায়েন্স (Life Science)/ ফিজিক্যাল সায়েন্স/কেমিক্যাল সায়েন্স অথবা টেকনোলজি/আর্থ সায়েন্স বিষয়ে M.Sc./ M. tech। (Calcutta University Recruitment 2022 – Jobs in West Bengal)

Advertisement

Question: এই পদের চাকরীর জন্য কিভাবে আবেদন করবেন ?

Ans: অনলাইন মাধ্যমে। (Calcutta University Recruitment 2022 apply now on online)

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.