Railway Recruitment : ভারতীয় রেলে দেড় হাজারেরও বেশি গ্রুপ-ডি শূন্য পদে নিয়োগ, জেনে নিন কিভাবে আবেদন করবেন
Connect with us

চাকুরী

Railway Recruitment : ভারতীয় রেলে দেড় হাজারেরও বেশি গ্রুপ-ডি শূন্য পদে নিয়োগ, জেনে নিন কিভাবে আবেদন করবেন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : কেন্দ্রীয় সরকারি চাকরিতে বড় সুযোগ। চলতি বছরেই ভারতীয় রেলে বিভিন্ন পদে ১৬০০ এরও বেশি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অষ্টম শ্রেণি ও মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। গ্রুপ-ডি এর বিভিন্ন পদে চাকরির নিয়োগ করা হবে ভারতীয় রেলে। পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশের ছেলে-মেয়েরাই আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ: ১৬৬৯ পদে কর্মী নিয়োগ করা হবে।

যে পদ গুলোতে নিয়োগ করা হবে: ফিটার (Fitter), মেশিনিস্ট (Machinist), কারপেন্টার (Carpenter), ইলেকট্রিশিয়ান (Electrician), পেইন্টার (Painter, General), মেকানিক (Mechanic, DSL), ওয়েল্ডার (Welder, G&E), আরমেচার বাইন্ডার (Armature Winder), ইনফরমেশন টেকনলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেইটেনেন্স (Information Technology & Electronic System Maintenance), ওয়ারম্যান (Wireman), প্লাম্বার (Plumber), মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম (Mechanic cum Operator Electronics Communication System), হেলথ স্যানিটারি ইন্সপেক্টর (Health Sanitary Inspector), মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার (Multimedia and Web Page Designer), এমএমটিএম ( MMTM), ক্রেন (Crane), ড্রটসম্যান (Draughtsman, Civil), স্টেনোগ্রাফার (Stenographer -English & Hindi)।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণি পাশ হতে হবে। এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইটিআই পাস হতে হবে।

নিয়োগ পদ্ধতি: কোনও লিখিত পরীক্ষা হবে না। আবেদনকারীদের সমস্ত নথি যাচাই করে দেখা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তীকালে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতার নম্বর একত্রিত করে মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে। যে পদের জন্য আবেদন করবেন, সেই পদের ফর্ম পূরণ করতে হবে। সমস্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। এরপর ফর্মের উপর একটি পাসপোর্ট সাইজের ফটো এবং আবেদনপত্রের শেষে স্ক্যান করে সিগনেচার অর্থাৎ সই লাগাতে হবে। সমস্ত কিছু ঠিকঠাক ভাবে পূরণ করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইট https://www.rrcpryj.org দেখুন।

Advertisement

আবেদনের সময় যে সমস্ত নথি দিতে হবে: চাকরি প্রার্থীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট ও সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফোটো, আধার কার্ড অথবা ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।

বয়স: ১৫ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে। SC/ST দের জন্য অতিরিক্ত ৫ বছর এবং OBC দের জন্য অতিরিক্ত ৩ বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।

আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২২ (১/৮/২০২২)

Advertisement