বাংলার খবর
গরম থেকে মুক্তি, ভিজতে চলেছে দক্ষিণের জেলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সপ্তাহের দ্বিতীয় দিনেই আমূল পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। আগামী ২ থেকে ৩ দিন স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। তবে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।
এদিকে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি উপরে থাকবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সোমবার দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি অর্থাৎ ৩৪ .৬ ডিগ্রি। তবে বেড়েছে রাতের তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় ছিটেফোঁটাও বৃষ্টি পায়নি কলকাতা। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকচতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৭ তারিখের পর অর্থাৎ বৃহস্পতিবার থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবন।