বিনোদন
প্রেম দিবসের ঠিক আগেই বিচ্ছেদের সুর বেজেছে রাখি সাওয়ান্তের জীবনে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাখি সাওয়ান্ত নামটা শুনলেই তাঁর অভিনীত রিমিক্স সং ‘কাঁটা লাগা, হায় লাগা’ গানটা মনে বেজে ওঠে অনেকের। কিন্তু রাখি এবার নিজেই কাঁটার খোঁচা খেলেন। তাও আবার প্রেম দিবসের আগের দিন স্বামীর কাছ থেকে। প্রেম দিবসে সবাই গোলাপ পায়।
কিন্তু রাখি পেয়েছেন গোলাপের কাঁটা। অর্থাৎ ভালোবাসার জায়গায় পেয়েছেন বিচ্ছেদ! কেন এই বিচ্ছেদ? এর উত্তর দিতে রাখি নিজেই মুখ খুলেছেন। তাঁর স্বামীর নাম রিতেশ সিং। রাখি আগে থাকতেই জানতেন যে রিতেশের আগের এক স্ত্রী বর্তমান। অর্থাৎ তাঁর এক সতীন আছে। কিন্তু তিনি তাঁদের মেয়েকে নিয়ে আলাদা থাকেন। কিন্তু বর্তমানে রিতেশের আগের স্ত্রী রিতেশকে ডিভোর্স দিতে চাইছেন না। আর সেই কারণেই রাখিকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিতেশ।গত রবিবার সন্ধেবেলা রাখি তাঁদের বিচ্ছেদের কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে তাঁরা নিজেরাই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। তিনি আরও বলেছেন, তাঁদের এই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তটা কোথাও না কোথাও সঠিক। কারণ তাঁরা চেষ্টা করেও নিজেদের ভিতরের সমস্যা মেটাতে পারেননি।
তার চেয়ে আলাদা থাকাই ভালো দু’জনের ক্ষেত্রেই। রিতেশের ভবিষ্যতের জন্য শুভ কামনা করছেন রাখি। এর আগে বিগ বস চলাকালীন রাখিকে বেশ অপমানিত হতে হয়েছিল। তিনি নাকি বিগ বসের জন্য ভাড়া করে স্বামী নিয়ে এসেছিলেন! এমনও অভিযোগ তোলে নেটিজেনরা। তবে রাখি বলেছেন, হয়তো রিতেশ তাঁকে অনেক আগেই ছেড়ে চলে যেতে পারতেন। কিন্তু বিগ বসের চুক্তিপত্র অনুযায়ী ফাইনালে একসঙ্গে দু’জনে উপস্থিত না হলে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতো। সেই কারণেই এতদিন রাখির সঙ্গে রিতেশকে থাকতে হয়েছিল। এই সম্পর্ককে বাঁচানোর জন্য রাখি সত্যিই চেষ্টা করেছিলেন। আর তাই ভীষণভাবে চেয়েছিলেন তাঁদের মধ্যে যেন একটি সন্তান আসে। কিন্তু সেটা রিতেশ কোনওদিন চাননি। এখন রাখি মানসিকভাবে ভেঙে পড়লেও বলেছেন যে তিনি আরও বেশি করে কাজে মনোনিবেশ করবেন।