দেশের খবর
ব্রাজিলে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৮, মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভয়াবহ বন্যার কবলে পড়ল ব্রাজিল। এই বন্যায় ধস নেমেছে বেশ কিছু যায়গায়। এবং এই ধসের কবলে পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছিল আগেই। কিন্তু এবার সেই মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৮। পাশাপাশি বহু মানুষ এখনও ঘর ছাড়া।
তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। গত কয়েকদিন ধরেই ব্রাজিলের রিওডি জেনেইরোর কাছে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বুধবারও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, বুধবার তিন ঘণ্টায় ২৫.৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে পাহাড়ে ধস নেমে যায় এবং বহু মানুষ ধসের নিচে চাপা পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসে দমকলের বিশাল বাহিনী।
এবং ওই ধস থেকে বহু মানুষকে উদ্ধার করেছে এবং ৭৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। সূত্রের খবর দমকলের ১৮০ জন কর্মী এখনও উদ্ধার কাজ চালাচ্ছে। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বহু মানুষের বাড়ি-ঘর ভেঙে গেছে। তবে ব্রাজিলে ভয়াবহ বন্যা হলেও সেই মুহূর্তে দেশে ছিলেন না ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো। তিনি রাশিয়া সফরে আছেন এবং সেখানে থেকেই সমস্ত বিষয়ের ওপর খোঁজ রেখেছেন এবং উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।