গড়গড় করে বলে দিচ্ছে ১০০টিরও বেশি দেশের রাজধানীর নাম, বিস্ময় বালিকার কীর্তি উঠল India Book Of Records-এ
Connect with us

বাংলার খবর

গড়গড় করে বলে দিচ্ছে ১০০টিরও বেশি দেশের রাজধানীর নাম, বিস্ময় বালিকার কীর্তি উঠল India Book Of Records-এ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বয়স মাত্র দুই। এখনও ঠিক করে মুখে বুলি ফোটেনি। আরষ্ট ভাব কাটেনি। তাতে কী! একরত্তি এই খুদে গড়গড় করে বলে দিচ্ছে ১০০ টিরও বেশি দেশের রাজধানীর নাম, ভারতের সমস্ত রাজ্যের নাম ও রাজধানী। শুধু দেশ বা রজ্যের নামই নয়, এই খুদে কবিতা, ও কুইজেও পটু।

এছাড়াও বিভিন্ন ফল , পশুপাখির নাম মুখস্থ বলে দিতে পারে। কোনও কিছু একবার শুনলেই মাথায় ঢুকে যায়। এই বিস্ময় খুদের প্রতিভা এবং কীর্তি দেখে মুগ্ধ সকলেই।

এই বিস্ময় শিশুর নাম ঈশিতা মাজী। অসাধারণ স্মৃতিশক্তি ও প্রতিভার জন্য ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিভিসি কোলোনীর বাসিন্দা ঈশিতা।

Advertisement

বাবা হরিশঙ্কর মাজী পেশায় ইঞ্জিনিয়ার। তিনি মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্মরত। মা শম্পা মাজী গৃহকর্ত্রী। তাঁদের বড় মেয়ে ওস্মিতা। আর ছোট মেয়ে ঈশিতা। দেশের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ছেলে-মেয়েরা নানান রেকর্ড তৈরি করছে। তা দেখেই তাঁরা তাঁদের মেয়ের এই প্রতিভাকে সর্বসমক্ষে তুলে ধরার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে অনলাইনে আবেদন করেন।

আরও পড়ুন: সময় হয়েছে জনতার কাছে যাওয়ার, নতুন দল গড়ছেন পিকে

ঈশিতার বয়স যখন ১ বছর ১১ মাস, তখন এই আবেদন করা হয়। তারপরই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম ওঠে ঈশিতার। গত মার্চে এই খুদের নাম রেকর্ড হিসেবে রেজিস্টার্ড হয় ইন্ডিয়া বুক অব রেকর্ডসের খাতায়। পরে বাড়ির ঠিকানায় পৌঁছায় সার্টিফিকেট, মেডেল।

Advertisement

আরও পড়ুন: দুয়ারে কালবৈশাখী, কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

ছোট বোনের এই প্রতিভা দেখে ঈশিতার দিদি ওস্মিতা মাজীও খুশি।  মেয়ের এই কৃতিত্বে স্বাভাবিকভাবেই খুশি বাবা-মা, পরিবার সহ এলাকার মানুষজন। সকলেই ঈশিতার উজ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করছেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.