বাংলার খবর
Bankura Crime: রাতের অন্ধকারে চলত অসামাজিক কাজকর্ম, পুলিশি অভিযানে গ্রেফতার ২১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফাঁকা জায়গায় তাঁবু খাঁটিয়ে চলত মদ-জুয়ার অবৈধ আসর। এই নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়ছিল। অবশেষে রবিবার রাতে হাতেনাতে বমাল সমেত চোর ধরল পুলিশ।
ঘটনাটি ঘটেছে, বাঁকুড়া জেলার ওন্দা থানা এলাকায়। ঘটনায় মোট ২১ জন জুয়া কারবারী সহ নগদ দু’লাখেরও বেশি টাকা বাজেয়াপ্ত করেছে ওন্দা থানার পুলিশ। জানা গিয়েছে, গ্রামের মধ্যেই বিভিন্ন এলাকায় ফাঁকা জায়গা দেখে তাঁবু টাঙিয়ে বসত জুয়ার আসর। সেইসঙ্গে চলত সমাজবিরোধি কাজকর্মও।
এই নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছিলেন। অবশেষে রবিবার ওই জুয়ার ঠেকে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে পুলিশ। উদ্ধার হয়েছে নগদ দু’লাখেরও বেশি টাকা।
আরও পড়ুন: প্রতিশোধ নিতে ছাগলদের বিষ খাইয়ে হত্যার অভিযোগ, ময়নাতদন্তের নির্দেশ
সূত্রের খবর, শুধু ওই একটা ঠেকই নয়, এলাকায় আরও এরকম অনেক ঠেক রয়েছে। যেগুলিতে নিয়মিত যাতায়াত রয়েছে দুষ্কৃতীদের। ঘটনায় ক্রমশ খারাপ হচ্ছিল গ্রামের পরিবেশ। এই নিয়ে দীর্ঘদিন ধরেই বিরক্ত ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। অবশেষে রবিবার রাতে পুলিশি অভিযানে ভণ্ডুল হয় অসামাজিক কাজকর্ম।
অন্যদিকে, সোমবার সকালে বাঁকুড়া জেলার খাতড়া ও মুকুটমণিপুর রাজ্য সড়কের পাশে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, মুকুটমনিপুর-খাতড়া রাজ্য সড়কের বাগজোবড়া পুকুরের ধারে ওই মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই গোড়াবাড়ী পুলিশ ফাঁড়িতে খবর দেন।
আরও পড়ুন: নেই উদয়ন পন্ডিত, ছ’মাস ধরে বন্ধ স্কুল!
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ। পাশাপাশি দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলেও জানানো হয়। এবিষয়ে খাতড়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানান, মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।