২২ ডিসেম্বর দিনটি কেন বিশেষ ও স্মরণীয়, জেনে নিন
Connect with us

আন্তর্জাতিক

২২ ডিসেম্বর দিনটি কেন বিশেষ ও স্মরণীয়, জেনে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজকের দিনটি বিভিন্ন দিক থেকেই বিশেষ ভাবে স্মরণীয়। আজকের দিনে অনেক মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন।তাঁরা হলেন-

১৮৫৩ সালের ২২ ডিসেম্বর রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের শুধুমাত্র স্ত্রী ছিলেন না, তিনি তাঁর আধ্যাত্মিক সহধর্মিণীও ছিলেন। ১৯৩৫ সালের এই দিনেই গুজরাতি ছোট গল্প লেখক তারিণী দেশাই জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩৮ সালের আজকের দিনে বাংলা থিয়েটার, টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা, পরিচালক এবং নাট্যকার মনোজ মিত্র জন্মগ্রহণ করেন।

১৯৬৭ এই দিনটি ধ্রুপদী বেহালাবাদক জোহর আলী খানের জন্মদিন। ১৯৮৭ সালে ইশা তালওয়ার, যিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী , মডেল ও মালায়লাম এবং হিন্দি ছবিতে কাজ করেন, তাঁর আজ জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে অভিনেত্রী এবং মডেল কারিশমা লালা শর্মা জন্মগ্রহণ করেন। রাগিনী এমএমএস: রিটার্নস, উজদা চমন-এ আয়না ও রাগিনী চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন। ১৯১৪ সালে সচ্চিদানন্দ সরস্বতী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ভারতীয় ধর্মীয় শিক্ষক, আধ্যাত্মিক গুরু এবং যোগব্যায়াম পারদর্শী ছিলেন।

Advertisement

তার জন্যই তিনি পশ্চিমে খ্যাতি অর্জন করেছিলেন। ১৯২৪ সালে এই দিনেই কনকলতা বড়ুয়া জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং এআইএসএফ নেতা, যিনি ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত হন। ১৬৬৬ সালের আজকের দিনে শিখদের দশম এবং শেষ গুরু গুরু গোবিন্দ সিং-এর আবির্ভাব দিবস। ১৮৬৬ সালের ২২ ডিসেম্বর মওলানা মাজহারুল হক, যিনি একজন মুক্তিযোদ্ধা তাঁর জন্ম হয় ।

আজ যাঁদের মৃত্যুবার্ষিকী

১৯৫৮ সালের ২২ ডিসেম্বর বিপ্লবী এবং আন্তর্জাতিকতাবাদী পণ্ডিত তারকনাথ দাস প্রয়াত হয়েছিলেন। ১৯৭৫ সালের এই দিনেই প্রয়াত হন বসন্ত দেশাই। ভারতীয় চলচ্চিত্রের একজন বিখ্যাত সুরকার ছিলেন তিনি।

Advertisement

এছাড়াও যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়

১৮৫১ সালের এই দিনে ভারতের রুরকিতে প্রথম মালবাহী ট্রেন চালানো হয়। ২০০৬ সালের এই দিনে ভারত ও পাকিস্তান স্থানীয় সংস্থাগুলির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে। ১৮৪৩ সালের এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান করেন। গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকীর স্মরণে ২২ ডিসেম্বর দিনটি জাতীয় গণিত দিবস হিসাবে পালিত হয়।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.