দেশের খবর
দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়াল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গোটা বিশ্বের সঙ্গে ভারতেও বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বুধবার দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল। এই মুহূর্তে দেশে করোনার এই নতুন প্রজাতিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৩।
ওমিক্রনের বাড়বাড়ন্ত নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে। দেশের মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। সেখানে এখনও পর্যন্ত ৬৫ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। এর পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এছাড়াও তেলঙ্গানায় ২৪, কর্নাটকে ১৯, রাজস্থানে ১৮ এবং গুজরাতে ১৪ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
জম্মু-কাশ্মীর, ওড়িশা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, লাদাখ তামিলনাড়ুতেও ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। সমস্ত রাজ্যকেই এই ব্যাপারে সতর্ক করে দেওয়ার পাশাপাশি প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।