দেশের খবর
মালদায় বিএসএফ-এর গুলিতে নিহত এক পাচারকারী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারত-বাংলাদেশ সীমান্ত পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে গিয়েছে। প্রায়ই কোথাও না কোথাও এপার থেকে ওপারে কিছু পাচারের চেষ্টা করা হয়। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর চেষ্টায় তা ব্যর্থ হয়। সেই রকমই এক ঘটনার সাক্ষী থাকল মালদা জেলার বৈষ্ণবনগর।
খবর পাওয়া গিয়েছে, বুধবার ভোরবেলা একদল দুষ্কৃতী ভারতের সীমান্তে জড়ো হয়েছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে ফেনসিডিল কাফ সিরাপ পাচার করা। বিএসএফ বারবার নিষেধ করা সত্বেও ওই দুষ্কৃতীদের দল সরে যায়নি। সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার জন্য বিএসএফ কাছে পৌঁছতেই দুষ্কৃতীরা চড়াও হয়ে ওঠে। ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ কে আক্রমণ করে তারা। ইট, পাথর ছুড়তে থাকে। এরপর বিএসএফ পাল্টা গুলি চালালে এক দুষ্কৃতীর মৃত্যু হয়।
খবর পাওয়া গিয়েছে, মৃতের নাম ইকবাল বাংলাদেশের চাপাইঙ্গিগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধুলিপাড়া এলাকার বাসিন্দা। ভারত থেকে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। প্রায় ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিএসএফ। এছাড়াও দুষ্কৃতীরা পালানোর সময় বেশ কিছু ধারালো অস্ত্র ফেলে রেখে গিয়েছিল। ৭০ নম্বর ব্যাটেলিয়নের ১ জওয়ান দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।