৩ ফেব্রুয়ারি থেকে খুলছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল ও কলেজ! বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে রাজ্যে কোভিড বিধি-নিষেধ বাড়ল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
Connect with us

বাংলার খবর

৩ ফেব্রুয়ারি থেকে খুলছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল ও কলেজ! বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে রাজ্যে কোভিড বিধি-নিষেধ বাড়ল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে রাজ্যের খুলতে চলেছে স্কুল ও কলেজ। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। তবে আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস হবে ‘পাড়ায় পাড়ায় পাঠশালা’ প্রকল্পের মাধ্যমে।

অন্যদিকে, আইআইটি, পলিটেকনিক, কলেজ, বিশ্ববিদ্যালয়েরও পঠনপাঠন শুরু হবে ৩ তারিখ থেকে অফলাইনে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীরা সরস্বতী পুজোও করতে পারবে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাইমারি স্কুল খোলার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা অতিমারীর পর থেকেই রাজ্যে স্কুল-কলেজ বন্ধ ছিল। স্কুল-কলেজ বন্ধ থাকায় রাজ্যের বিভিন্ন মহল থেকে নানান পতিক্রয়া আসতে শুরু করে। বিভিন্ন মহল থেকে পথে নেমে প্রতিবাদ শুরু হয়। স্কুল খোলার দাবিতে চাপ সৃষ্টি করতে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার এই ঘটনার ইতি পড়ল বলেই মনে করা হচ্ছে।

এমনকি হাইকোর্টের কাছেও রাজ্য সরকার এক সপ্তাহ সময় চেয়ে নিয়েছিল স্কুল-কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং জানিয়ে দিলেন, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খুলে যাচ্ছে। গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে করোনা মারাত্মক আকার ধারণ করেছিল। সেই সময় রাজ্যের স্কুল কলেজ খোলার পর আবার বন্ধ হয়ে যায়। বর্তমানে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ চলছে। মনে করা হচ্ছে, সেই কারণেই এবার অষ্টম শ্রেণিকেও খুলে দেওয়া হলো। স্কুল খোলার এই নির্দেশ পেয়ে আপাতত স্বস্তিতে পড়ুয়া ও অভিভাবকেরা।

Advertisement

একইসঙ্গে একাধিক ক্ষেত্রে ছাড় দিয়ে রাজ্যে জারি থাকা কোভিড বিধি-নিষেধ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছে, সরকারি ও বেসরকারি অফিসে ৭৫ শতাংশ হাজিরা নিয়ে কাজকর্ম চলবে। ওয়ার্ক ফ্রম হোম ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। ৭৫ শতাংশ নিয়ে উপস্থিতি নিয়ে সিনেমা হল, থিয়েটার হল, রেস্তোরাঁ এবং বার চালু থাকতে পারবে। ৭৫ শতাংশ আসনে লোক নিয়ে করা যাবে খেলা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সিএবিরও আইপিএল আসছে। সুতরাং একটা ভেন্যু থেকে ৭৫ শতাংশ ক্যাপাসিটি রেখে খেলা করতে পারবে।’ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচিও ৭৫ শতাংশ আসনে লোক নিয়ে করা যাবে।

নেতাজি ইনডোরে কোনও অনুষ্ঠান হলে ৭৫ শতাংশ আসন ক্ষমতা নিয়ে অনুষ্ঠান করা যাবে। হলগুলোও ৭৫ শতাংশ লোক নিয়ে চলবে। তবে, রাস্তার মিটিং মিছিলের ক্ষেত্রে এখনও কড়াকড়ি রাখা হয়েছে। ২০০ জনের বেশি লোক নিয়ে রাস্তায় মিটিং, মিছিল ও সভা করা যাবে না। পার্ক এবং সমস্ত পর্যটনকেন্দ্র স্বাভাবিক সময়েই সম্পূর্ণ খোলা থাকবে। ৭৫ শতাংশ উপস্থিত নিয়ে খুলে দেওয়া হয়েছে সুইমিংপুল। বিয়ে বাড়ির অনুষ্ঠানে উপস্থিতির ক্ষেত্রেও ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। কমানো হয়েছে নৈশ কারফিউয়ের সময়সীমাও। রাত ১০টা থেকে ভোর পাঁচটার বদলে এবার রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে নৈশ কারফিউ। কোভিড প্রোটোকল মেনে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাড়ায় পাড়ায় সমাধান। দুয়ারে সরকার শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে।

সোমবার আন্তর্জাতিক এবং জাতীয় বিমান পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছু ছাড় এর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার কলকাতা থেকে মুম্বই ও দিল্লির মধ্যে বিমান প্রতিদিন ওঠানামা করবে। তবে কলকাতা-বেঙ্গালুরু বিমান পরিষেবা এখনই স্বাভাবিক হচ্ছে না। কলকাতা-লন্ডন বিমান পরিষেবাও স্বাভাবিক করা হয়েছে। তবে লন্ডন থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.