Uncategorized
এবার হিন্দিতে ১০০ কোটির ব্যাবসা করে ফেলল পুস্পা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছবি রিলিজ করার পর থেকে দেশে তো বটেই বিদেশেও সারা ফেলে দিয়েছে আল্লু অর্জুন অভিনীত “পুস্পা দ্য রাইস”। ব্যবসার নিরিখে অনেক ছবিকেই ছাপিয়ে গিয়েছে পুস্পা। কেবল তেলেগু ভাষা নয় আরও চারটি ভাষায় রিলিজ হয় পুস্পা।
তেলেগুর পাশাপাশি তামিল, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায় ডাবিং করে রিলিজ হয় পুস্পা। প্রত্যেক ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও এই ছবি ব্যাপক ব্যবসা করছে। খবর পাওয়া গিয়েছে হিন্দি ভাষায় এই ছবি ১০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। এই সিনেমায় আল্লু অর্জুনের অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছে। ভারতে এই ছবি এখনও পর্যন্ত ৩১৯ কোটি টাকার ব্যবসা করেছে। পাশাপাশি বিদেশে এই ছবি ৩৫ কোটি টাকা পকেটে পুড়েছে।
অর্থাৎ দেশে-বিদেশে মিলিয়ে মোট ৩৫৪ কোটি টাকার ব্যবসা করেছে। করোনা অতিমারির পর দেশে পুস্পা প্রথম ছবি, যেটি ৩০০ কোটির ব্যবসা করল। লাল চন্দন কাঠ চোরা কারবারি নিয়ে এই ছবি। ‘পুস্পা দ্য রাইস’ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। সূত্রের খবর, পুস্পা দ্য রাইস- এর সাফল্যে সিকুয়াল নিয়ে আসার কথা ঘোষণা করেছেন ছবির পরিচালক সুকুমার।