বাংলার খবর
রাজ্যের পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা মুখ্যমন্ত্রীর, তৈরি হচ্ছে জয়হিন্দ বাহিনী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুরু হচ্ছে ‘ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২’। রাজ্যে বসবাসকারী সমস্ত পড়ুয়ারা এই প্রকল্পের সুযোগ পাবেন।
রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক সামাজিক প্রকল্পগুলির প্রচারের জন্য রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বছরে ৬ হাজার ছাত্র-ছাত্রীকে নিয়োগ করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এর জন্য মাসে ৫ হাজার টাকা করে সাম্মানিক পাবেন ওই শিক্ষানবিশ ছাত্র-ছাত্রীরা। বাংলায় থাকে স্নাতক, আইটিআই, পলিটেকনিক পড়ুয়ারাও বা সমগোত্রীয় কোর্স পড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর যাঁরা পাবেন এবং যাঁদের বয়স ৪০ বছর মধ্যে, তাঁরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এঁদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সম্যক ধারণা তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। কী ভাবে সরকারি প্রকল্পের রূপায়ণ হয় এবং সরকারি প্রকল্প রূপায়ণের জন্য নিজেদের কী ভাবে তৈরি করবেন, সে সম্পর্কে তাঁরা প্রশিক্ষণ পাবেন। ওই ইন্টার্নশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন উৎসাহীরা।
মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি বোর্ড এঁদের পর্যায় ভিত্তিক নিয়োগ করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষা দফতরের সঙ্গে সমন্বয় রেখেই ওই বোর্ড কাজ করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথমে এক বছরের জন্য ইন্টার্নশিপ নেওয়া হবে। যাঁরা ভাল কাজ করবেন, তাঁদের কাজ রিভিউ করা হবে। যাঁরা নির্বাচিত হবেন তাঁরা বাড়ির কাছাকাছি রাজ্য সরকারের বিভিন্ন অফিসে, রাজ্য সরকারের আওতাধীন অফিসে, ব্লক, পঞ্চায়েত অফিস, মহকুমা অফিস, জেলা অফিসে কাজ করবেন। ইন্টার্নশিপ শেষ হলে ওই শিক্ষানবিশদের সরকারের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট থাকলে ভবিষ্যতে উচ্চশিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রেও তাঁরা অগ্রাধিকার পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ‘জয়হিন্দ’ বাহিনী গড়ার কথাও ঘোষণা করেছেন। চারটি জোনে ভাগ করে এই ‘জয়হিন্দ বাহিনী’ গড়ে তোলা হবে। এই চার জোন হল জঙ্গলমহল, শিলিগুড়ি, কলকাতা ও ব্যারাকপুর। তবে সব জেলার ছেলে মেয়েরাই এই বাহিনীতে সুযোগ পাবেন। তাঁদের উন্নত মানুষ তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে বলে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর উর্দির রঙেই জয় হিন্দ বাহিনীর উর্দি তৈরি হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ও স্লোগান যাতে আগামী প্রজন্ম স্মরণ করে এবং স্বামী বিবেকান্দের উন্নতর মানুষ তৈরির চেষ্টাই এই জয়হিন্দ বাহিনীর কাজ হবে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছরে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়েই এই জয় হিন্দ বাহিনী তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই বাহিনীর স্লোগান এবং লোগো তিনি নিজেই তৈরি করবেন বলে সোমবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।