বাংলার খবর
শিক্ষাপ্রতিষ্ঠানেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। বড়দিনের উৎসব এবং বর্ষবরণের উৎসবের আনন্দ স্থায়ী হল না। চিকিৎসক পুলিশের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন সমস্ত স্তরের মানুষ। বহু দিন স্কুল, কলেজ বন্ধ থাকার ফলে কিছু দিন আগেই স্কুল, কলেজ খোলার ব্যবস্থা হয়েছিল।
এবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে শিক্ষাঙ্গনেও। দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। স্কুল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে থাবা বসাচ্ছে সংক্রমণ। আক্রান্ত হচ্ছেন বহু শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে পড়ুয়ারাও। এবার করোনা সংক্রমণ ধরা পড়ল জম্মু-কাশ্মীরের কাটরায় শ্রী মাতা বৈষ্ণদেবী বিশ্ববিদ্যালয়ে। সেখানে ১৪০ জন পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সংক্রমণের জেরে আগেই ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশেও ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। তার ওপর রয়েছে ওমিক্রনের দাপট।
বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। রাজ্যেগুলিতে করোনা টেস্টের পাশাপাশি টিকাকরণ বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই হাসপাতালগুলোকে পর্যাপ্ত বেড, অক্সিজেনের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।