বুদ্ধপূর্ণিমা ও চন্দ্রগ্রহণ, সাবধান থাকুন এই রাশির জাতকরা
Connect with us

লাইফ স্টাইল

বুদ্ধপূর্ণিমা ও চন্দ্রগ্রহণ, সাবধান থাকুন এই রাশির জাতকরা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হয়েছে আজ ১৬ই মে। আবার আজই রয়েছে বুদ্ধপূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বুদ্ধপূর্ণিমা হিসেবে পালিত হয়। এই দিনটিকে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। পাশাপাশি হিন্দুধর্মেও বৈশাখী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। অন্যদিকে, আজ বিশ্বের অনেক দেশ থেকেই দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বিজ্ঞানীরা একে ‘ব্লাড মুন’ও বলছেন।

আরও পড়ুন: খুন নাকি আত্মহত্যা, দানা বাঁধছে পল্লবীর রহস্যমৃত্যু

বিজ্ঞানীদের মতে, বছরের প্রথম চন্দ্রগ্রহণ ইউরোপের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক ও ভারত মহাসাগরসহ অ্যান্টার্কটিকা এবং এশিয়ার কিছু স্থান থেকে দৃশ্যমান হবে। আজ সকাল ০৭:০২ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১২.২০ পর্যন্ত। এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল হবে প্রায় ৫ ঘণ্টার বেশি। এদিকে পঞ্জিকা অনুযায়ী, ৩১ শে বৈশাখ রবিবার দুপুর ১২.৪৭ মিনিটে শুরু হয়েছে পূর্ণিমা তিথি। শেষ হবে আজ সকাল ৯.৪৪ মিনিটে। তবে জানেন কি পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের সময় উপবাস রাখলে বিশেষ উপকার হবে। এমনকি তিন রাশি চক্রের উপর প্রভাব ফেলবে পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ। জেনে নিন-

Advertisement

১. মেষঃ চন্দ্রগ্রহণের ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এই রাশির জাতকদের ওপর। এই সময়টা তাঁদের জন্য খুব ভাল কাটতে চলেছে। সঙ্গে আসবে কর্মে গতি।

২. সিংহঃ এই রাশির জাতকদের জন্য খুবই ভাল সময়। যেখানে বিনিয়োগ করবে সেখান থেকেই ফল পাবেন। জমি, বাড়ি, সোনা যা কেনার এটা ভাল সময়।

৩. ধনুঃ ধনু রাশির জাতকরা চন্দ্রগ্রহণে একাধিক সুবিধা পাবেন। এমনকি যাদের বিয়ে হয়নি তাঁদের জন্যও থাকবে সুখবর। এই সময় বিয়ের যোগ রয়েছে তাঁদের।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.