আন্তর্জাতিক
ভারতীয়দের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ কেন্দ্রের! পাঠানো হচ্ছে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হল। পরপর রাশিয়ার আক্রমণে ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন এলাকা। এই যুদ্ধের কবলে আটকে পড়েছে বহু ভারতীয় পড়ুয়া।
মঙ্গলবারই রুশ বোমা বিস্ফোরণে খারকিভে মৃত্যু হয়েছে কর্ণাটকের এক পড়ুয়ার। ভারত সরকার পড়ুয়াদের ফিরিয়ে আনতে ‘অপারেশন গঙ্গা’ চালু করেছে। এই অপারেশন গঙ্গার মাধ্যমে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো শুরু হয়েছে। এর আগে ছ’টি বিশেষ বিমান ভারতীয়দের ফিরিয়ে এনেছে। এবার ইউক্রেনে আটকে থাকা ১৮২ জন ভারতীয়কে নিয়ে মুম্বই পৌঁছল অপারেশন গঙ্গার সাত নম্বর বিমান। মঙ্গলবার সকালে এই ফ্লাইটে রোমানিয়ার বুখারেস্ট থেকে দেশে ফিরলেন তাঁরা। এদিন ভারতীয় পড়ুয়াদের অভ্যর্থনা জানাতে মুম্বই বিমান বন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। এদিকে, ভারতীয় পড়ুয়াদের নিয়ে বুদাপেস্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে অপারেশন গঙ্গার আট নম্বর ফ্লাইট।
দেশে ফিরতে পারায় ভারতীয় দূতাবাস ও কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। খারকিভে রুশ বাহিনীর বোমাবর্ষণে ভারতীয় ডাক্তারি পড়ুয়া নবীন শেখারাপ্পা জ্ঞানগউধরের মৃত্যুর পরই মঙ্গলবার বিকেলে নয়াদিল্লির রুশ এবং ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙলা দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি দুই দেশের কাছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশের বাইরে যাওয়ার নিরাপদ পথ সুনিশ্চিত করার আবেদন করেছেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই ইউক্রেনে আরও ভয়াবহ আক্রমণ চালাতে পারে রাশিয়া।
সেই কারণে ভারত সরকার এবং ইউক্রেনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে দেশের পড়ুয়াদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খারকিভে আটকে থাকা ভারতীয়দের ট্রেনে করে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে বায়ুসেনাকেও ‘অপারেশন গঙ্গায়’ অংশ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করতে ভারতীয় বায়ুসেনার বৃহত্তম সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টারকে পাঠানো হচ্ছে।