আন্তর্জাতিক
রুশ প্রেসিডেন্ট পুতিনকে দেওয়া সাম্মানিক ব্ল্যাকবেল্ট কেড়ে নিল আন্তর্জাতিক তাইকোন্ডো সংস্থা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ইউক্রেনের ওপর হামলার প্রতিবাদে ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে রাশিয়াকে সব দিক থেকে একঘরে করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ফিফা এবং উয়েফা বিশ্ব ফুটবল থেকে রাশিয়া এবং রাশিয়ার সমস্ত ক্লাবকে নির্বাসিত করেছে। যার ফলে আগামী কাতার বিশ্বকাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে না রাশিয়া ও তাদের কোনও ক্লাব এবং ফুটবলার।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইতিমধ্যেই সব ধরনের খেলা থেকে রাশিয়ার ক্রীড়াবিদ নির্বাসিত করার আবেদন জানিয়েছে। বর্তমানে রাশিয়া সরকারে গুরুত্বপূর্ণ কাজ করে এমন সমস্ত ব্যক্তির কাছ থেকে অলিম্পিক্স অর্ডার প্রত্যাহার করে নেওয়া হবে জানিয়েছে আইওসি। বিশ্ব জুডো ফেডারেশনও নিষেধাজ্ঞা জারি করেছে পুতিনের দেশের উপরে। এবার বিশ্ব তায়কোন্ডো সংস্থা কেড়ে নিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া সম্মানিক ব্ল্যাক বেল্ট। বিশ্ব তাইকোন্ডো সংস্থার পক্ষ থেকে টুইট করে এই কথা জানানো হয়েছে।
টুইটে বলা হয়েছে, ‘ইউক্রেনের নিরীহ মানুষের উপর নৃশংস রুশ আক্রমণকে কঠোরভাবে নিন্দা করছে বিশ্ব তায়কোন্ডো সংস্থা। যুদ্ধের চেয়ে শান্তি অনেক বেশি মূল্যবান। সেই কারণে ভ্লাদিমির পুতিনের সাম্মানিক নাইন ডান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব তায়কোন্ডো সংস্থা। যা ২০১৩ সালে তাঁকে দেওয়া হয়েছিল।’ বিশ্ব তায়কোন্ডো প্রতিযোগিতায় রাশিয়ার পতাকা থাকবে না এবং তাদের জাতীয় সঙ্গীত বাজবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক তায়কোন্ডো সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তায়কোন্ডো খোলোয়াড় এবং ভক্তরা। সকলেই বলছেন, ইউক্রেনকে আক্রমণ করে যে মানসিকতার পরিচয় দিয়েছেন পুতিন, তারপর এটাই সঠিক সিদ্ধান্ত। এদিকে একইভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে পুতিনের সাম্মানিক প্রেসিডেন্ট পদ এবং রাষ্ট্রদূতের পদ কেড়ে নিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশনও।