প্রয়াত ৭০ দশকের ইংরেজি সাংবাদিক মহিলা গীতাঞ্জলি আইয়ার
Connect with us

দেশের খবর

প্রয়াত ৭০ দশকের ইংরেজি সাংবাদিক মহিলা গীতাঞ্জলি আইয়ার

গীতাঞ্জলী আইয়ার ও বেশ কয়েকজন মহিলা সেই বারের মতো প্রথম দেশে ইংরেজিতে খবর সম্প্রচারণ করেছিলেন

Dwip Narayan Chakraborty

Published

on

5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেস: ছোট ছোট চুল পরনে শাড়ি এমন ড্রেস আপ করে ক্যামেরার সামনে ঝরঝরিয়ে ইংরেজিতে সংবাদ পড়তেন 70 দশকের জনপ্রিয় সাংবাদিক গীতাঞ্জলি আইয়ার। গীতাঞ্জলী আইয়ার ও বেশ কয়েকজন মহিলা সেই বারের মতো প্রথম দেশে ইংরেজিতে খবর সম্প্রচারণ করেছিলেন।

৭১ বছর বয়সী গীতাঞ্জলি ৭ই জুন দিল্লিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার প্রয়াণে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে যে তিনি হাঁটতে বেরিয়েছিলেন বাড়ি ফেরার পথে রাস্তার পাশে অচৈতন্য ভাবে পড়ে যান। সেখানে লোক জড়ো সড় হওয়া মাত্রই তাকে হসপিটালে নিয়ে যাওয়া সঙ্গে সঙ্গে চিকিৎসকরা জানান তিনি মৃত।

 

Advertisement

গীতাঞ্জলি আইয়ার একজন পুত্র ও একজন কন্যা সন্তান রয়েছে। পুত্রের নাম শেখর এবং কন্যার নাম পল্লবী। মায়ের মত পল্লবী ও সংবাদের বেশ পারদর্শী এবং সে সাংবাদিক পুরস্কারও পেয়েছেন।

আরও পড়ুন-৩৫ বছর জন্মদিনের দিনই কি ভাঙতে চলেছে নেহু ও রহু ঘর?

৭০ দশকে সেই সময় ইংরেজি সংবাদ পাঠ করেছিলেন বেশ কয়েকজন মহিলা তাদের মধ্যে অন্যতম ছিলেন গীতাঞ্জলি। সংবাদ পড়ার ধরনের জন্য তিনি অল্প কয়েকদিনে বেশ খ্যাতের শেষে পৌঁছে গিয়েছিলেন। অল্প দিনের মধ্যেই গীতাঞ্জলিকে সবাই চিনে ফেলেছিল। তিন দশক দাপিয়ে কাজ করে গিয়েছেন গীতাঞ্জলি। গীতাঞ্জলি সর্বপ্রথম ১৯৭১ সালের দূরদর্শনের যোগ দিয়েছিলেন এবং তারপর থেকে দূরদর্শনে প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। গীতাঞ্জলি মহানগরের লরেটো কলেজ থেকে স্নাতক পাস করেছেন। স্নাতকোত্তর লাভ করার পরেই তিনি দূরদর্শনে যোগ দিয়েছিলেন। 

Advertisement

 

গীতাঞ্জলির আইডল ছিল সেই সময়ের সুরজিৎ সেন এবং পামেলা সিংহদের মতো সাংবাদিক তাদেরকে দেখেই তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। তাদের জন্যই তিনি সংবাদ পাঠিকা হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন সবার কাছে।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.