বিদেশের খবর
আপনার শিশু মায়োপিয়া, ডিপ্রেশন এবং এনজাইটির শিকার না তো?
ডিপ্রেশন এনজাইটি ও বিভিন্ন ধরনের ডিসঅর্ডার থেকে মুক্তি পাওয়ার উপায়

বেঙ্গল এক্সপ্রেস: apple তো বিভিন্ন ধরনের আপডেট ও ফিচার্ড নিয়ে এসেছে, তার মধ্যে একটি হলো apple ai vision Pro। আরেকটি হল অ্যাপেলের সাহায্যে মানুষের হেলথ সঠিক রাখার সিস্টেমও নিয়ে এসেছে। যার মধ্যে রয়েছে ডিপ্রেশন এনজাইটি ও বিভিন্ন ধরনের ডিসঅর্ডার থেকে মুক্তি পাওয়ার উপায়।
১০০ শতাংশের মানুষের মধ্যে ৩০ শতাংশ মানুষই এইসব সমস্যায় ভুগছে। আপনিও সে ৩০ শতাংশ মধ্যে পড়েন কিনা তার সঠিকভাবে জানাতে apple একটি অ্যাপ লঞ্চ করতে চলেছে যার নাম- দা মাইন্ড ফুলনেস অ্যাপ ( the mind fulness app)। এই অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে একটি পেজ খুলে যাবে যেখানে সাধারনত কিছু প্রশ্ন দেওয়া হবে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে আপনাকে।
আরও পড়ুন-টুইটারে নতুন CEO কে জানেন? টুইটার কে বিদায় দেওয়ার পর কি অবস্থা এলোন মাস্কের!
এবং সেই উত্তরের সাহায্যে অ্যাপেল আপনাকে বলে দিবে যে আপনার মনের অবস্থা এখন কেমন রয়েছে। আপনি কি বিষয়ের উপর মন খারাপ করে আছেন বা কোন বিষয় নিয়ে আপনার মন ভালো রয়েছে সেই সব বিষয় নিয়েই ছাড়বে চলবে এবং পুরো সপ্তাহ সার্ভে চলার পর আপনাকে নয়টি প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্ন এর ভিত্তিতে আপনার ডিপ্রেশনের মাত্রা কতটুকু এবং আপনি এনজাইটিতে ভুগছেন কিনা সেই সব কথা আপনাকে অ্যাপ জানিয়ে দিবে। এই অ্যাপটি ক্রিয়েট করার সময় বিভিন্ন বিশেষজ্ঞ বাদী দের সাহায্যে তৈরি করা হয়েছে। এই অ্যাপের মধ্যে অনেক প্রফেশনাল ডক্টররা তাদের নিজস্ব মতবাদ জানিয়েছেন।
এছাড়াও বাচ্চাদের জন্যও এই অ্যাপটি সক্রিয়। বাচ্চারা যাতে মায়োপিয়াতে না ভোগে সেই সেই জন্য অ্যাপেল অনেক ফিচার্ড নিয়ে এসেছে। অনেক বাবা-মা তাদের ব্যস্ততার জন্য সন্তানদেরকে সময় দিতে পারেন না। আর সন্তানরাও এর কারণে লোনলিনেস ফিল করে। এবং অতিরিক্ত মোবাইল চোখের কাছে নিয়ে দেখার কারণে এই মায়োপিয়া হয়ে থাকে। মাইয়োপিয়া হলে, দূরের কোন বস্তুকে ঝাপসা দেখায় সঠিকভাবে দেখা যায় না। আসলে এই মায়োপিয়া চোখের চারটি প্রধান রোগের মধ্যে একটি। চোখের তারার অন্ধ অথবা চোখের মনির ভিতর দিয়ে যে আলো ঠিকমতো না পৌঁছে তার আগেই কোন একটি নির্দিষ্ট বিন্দুতে আটকে যায় তখন সৃষ্টি হয় এই ঝাপসা।