ভাইরাল খবর
স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে যৌনতা ধর্ষণের সমান! কর্ণাটক হাইকোর্টের ঐতিহাসিক রায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : নারী, বধূ নির্যাতন ও ধর্ষণের মতো সামাজিক ব্যাধি থেকে আমাদেরও দেশ মুক্ত নয়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। এই বিষয়ে এবার যুগান্তকারী রায় দিল কর্ণাটক হাইকোর্ট। বুধবার এক মামলার রায় জানাতে গিয়ে কর্ণাটক আদালত জানিয়েছে এবার স্ত্রীর অনুমতি না নিয়ে বা অনিচ্ছা সত্বেও স্বামী যদি জোর করে তাঁকে যৌনতায় বাধ্য করেন, তাহলে তা ধর্ষণের সমান অপরাধ বলে বিবেচিত হবে।
কোনও অপরিচিত ব্যক্তি হোন বা স্বামী, সকলের ক্ষেত্রেই বিষয়টি একইভাবে গণ্য করা হবে। এই মামলার বিচারপতি এম নাগাপ্রসন্ন জানিয়েছেন, স্বামী যদি তাঁর স্ত্রীকে অনিচ্ছাসত্ত্বেও বলপূর্বক যৌনতায় বাধ্য করেন তাহলে তা স্ত্রীর শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। যা থেকে ভবিষ্যতে ভয়ঙ্কর শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এই ধরনের ধর্ষণের ঘটনা ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই প্রসঙ্গে বিচারপতি আরও জানিয়েছেন, সম্পর্কে স্বামী হলেও কোনও পুরুষ যদি অপরিচিত কোনও পুরুষের মতো স্ত্রীকে অনিচ্ছা সত্বেও যৌনতায় বাধ্য করেন, তা সমান শাস্তিযোগ্য অপরাধ। প্রায় সব সম্পর্কেই পুরুষদের প্রাধান্য থাকে।
এবং বরাবরই স্ত্রীদের সম্পত্তি হিসেবে ধরে নেওয়া হয়। স্ত্রীর মস্তিষ্ক, শরীর, মন শাসন করার অধিকার শুধুমাত্র স্বামীদেরই আছে, এই রীতি চলে আসছে দীর্ঘদিন ধরেই। তা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই বক্তব্যের পরই, এই মামলায় স্ত্রীর আনা অভিযোগের ভিত্তিতে স্বামীকে সংবিধানের ৩৭৬ ধারায় অভিযুক্ত বলে ঘোষণা করেন বিচারপতি।