বিনোদন
এক রত্তি মেয়ের চুল বদলাতে পারে রং, কোনও এক জাদুই কি করছে এই কাজ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চুলের সিঁথি পাল্টালেই চুলের রংও যায় পাল্টে! না, কোনও ডাই বা কোনও অন্য উপায়ে রং বদল নয়। কিন্তু তাও পাল্টে যায় মেয়ের মাথার চুলের রং। সত্যি এ এক আশ্চর্যজনক ঘটনা। কিন্তু তাও এটাই সত্যি। পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যা শুনলে বিশ্বাস করতে সমস্যা হয়। কিন্তু না করেও কোনও উপায় থাকে না।
অনেকে এই ধরণের ঘটনাকে প্রকৃতির উপহার বলে মনে করেন। আবার অনেকে একে প্রকৃতির জাদু হিসাবেও দেখছেন। কিন্তু কেন এই খুদে মেয়েটির চুলকে জাদু-চুল বলা হয়? তার পিছনে যথেষ্ট কারণও আছে। মেয়েটি নিজের খেয়াল খুশি মতো বদলাতে পারে চুল। এই একরত্তি মেয়েটির বয়স ১১। নাম বেলা হিল। বেলার মা বছর ৩৫ এর জেনি হিল হলেন নার্সিঙের ছাত্রী। তিনি মনে করেন, তাঁর মেয়ের এই চুলের রহস্যের পিছনে কোনও জাদু নেই। আছে শারীরিক এক সমস্যা। পোলিওসিস-এর কারণেই বেলার চুলে এরকম পরিবর্তন দেখা যায়। এই রোগের কারণে হয় পিগমেন্টেশনের অভাব।
আর সেই কারণেই হতে পারে এই পরিবর্তন। তবে এই রোগ বেলার কোনও শারীরিক বিপদ ডেকে আনেনি। বরং বেলাকে করেছে সবার থেকে আলাদা। বেলার চোখের পাতার চুলও একই ভাবে রং পরিবর্তন করে। শুধু তাই নয়, এই মেয়ের দুই চোখের মনির রঙের মধ্যেও আছে পার্থক্য। তবে রাস্তা দিয়ে যখন জেনি বেলাকে নিয়ে তাঁর মা হেঁটে যান, তখন অনেকই বেলার চুল দেখে মুগ্ধ হন। আর ভাবেন, কোনও কৃত্রিম উপায়ে এই রং আনা হয়েছে। বেলার চুল কখনও হয় বরফের মতো সাদা, আবার কখনও হয় সোনালী। এই ভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে বেলার চুল। তবে এই ১১ বছরের খুদে তার এই বিশিষ্টতাকে বেশ উপভোগ করছে। যার প্রমান তার বিভিন্ন হেয়ার স্টাইল থেকেই উঠে আসছে।