বাংলার খবর
বক্স অফিসে হিট ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, তিনদিনেই এক কোটির ব্যবসা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আফ্রিকার সাভানার মাঝখানে এক হোটেল। আর সেই হোটেলে নিছক বেড়াতে গিয়ে রহস্যের সন্ধান পেয়ে তার কিনারা। এই হলো আসল গল্প ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবিটির। ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার, অর্থাৎ ৪ ফেব্রুয়ারি।
সরস্বতী পুজোর ঠিক একদিন আগে। করোনার তৃতীয় ঢেউয়ের দরুন মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলগুলো কিছুদিন ধুঁকলেও কাকাবাবুর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে থিয়েটারগুলোতে দর্শকদেরও প্রত্যাবর্তন হয়েছে বলা যায়। সরস্বতী পুজো আর বহু অপেক্ষা- এই দুই মিলিয়ে বক্স অফিসে বেশ ভালোই ছাপ ফেলেছে সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবুর প্রত্যাবর্তন। সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পকে অবলম্বন করেই এই ছবির কাহিনী। তবে হুবহু গল্পের সঙ্গে মিল পাওয়া যাবে না। ছবির স্বার্থেই বেশ কিছু এদিক ওদিক করা হয়েছে কাহিনীকে। মূলত এক হোটেলকে নিয়েই গল্প। প্রথমে সন্তুর আফ্রিকা ঘোরার বাসনা, সেই বাসনা থেকেই কাকাবাবুর সঙ্গে তার ছুটি কাটাতে আসা।
আর শেষে যে হোটেলে তাঁরা যান, তাকে কেন্দ্র করেই ঘনিয়ে ওঠে রহস্য। এই ছবিতে আছে জঙ্গল, পশু-পাখি, প্রকৃতি। কিন্তু কাকাবাবুর সঙ্গে অপরাধকারীদের যে অ্যাকশন, তা এই ছবিতে পাওয়া যাবে না। এই ছবির পরিণতিতে দেখা গিয়েছে, প্রকৃতি একপ্রকার প্রতিশোধ নিয়েছে অপরাধীর ওপর। যে অপরাধী, তার সন্তানদের হত্যা করে সেই অপরাধীর খেলা শেষ হয়েছে প্রকৃতি মায়ের সন্তানদের দ্বারাই। ছবি মুক্তির মাত্র তিন দিনেই মহেন্দ্র সোনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সুখবর। এই ছবি এখনও পর্যন্ত আয় করেছে প্রায় ১ কোটি টাকা। পরে সৃজিত মুখোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, এই বছরের প্রথম ব্লকবাস্টার বাংলা ছবি কাকাবাবুর প্রত্যাবর্তন। এই ছবির সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে একই দিনে। তাই প্রতিযোগিতা কম ছিল না। কিন্তু অনেক দিন ধরেই দর্শকরা অপেক্ষায় ছিল এই ছবিটির জন্য। করোনার কারণে মুক্তির দিন পিছলেও আসল জায়গায় জায়গা করেই ফেলেছে কাকাবাবু। কাকাবাবুর এরকম প্রত্যাবর্তনের মতো প্রত্যাবর্তন ক’জন পায়?