বৈশাখী ঝড়ে গড় হাতছাড়া হল BJP-র, বিহারী বাবুতেই ভরসা রাখলেন আসানসোলবাসী
Connect with us

রাজনীতি

বৈশাখী ঝড়ে গড় হাতছাড়া হল BJP-র, বিহারী বাবুতেই ভরসা রাখলেন আসানসোলবাসী

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলার দুই কেন্দ্রের ভোটে ব্যাপক জয় তৃণমূলের। আসানসোল লোকসভা নির্বাচনে BJP-এর ঘাঁটি ছিনিয়ে নিল TMC। বিহারী বাবুতেই ভরসা রাখলেন আসানসোলবাসী। প্রায় ৩ লাখেরও বেশী ভোটে জিতলেন এই কেন্দ্রের TMC-প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

বাংলার এই দুই কেন্দ্রে ব্যাপক সাফল্য লাভে নববর্ষের জোড়া উপহার বলে সকলকে ধন্যবাদ জানিয়ে সকালেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ বিধানসভায় ২০ হাজার ২২৮ ভোটে জয়ী বাবুল সুপ্রিয়। এদিকে প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়র গড় আসানসোল কেন্দ্রেও ব্যাপক মার্জিনে জয়লাভ করেছেন বলিউডের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আর এটাই হল তৃণমূলের প্রথমবার আসানসোল লোকসভায় জয়লাভ।

আরও পড়ুন: বুদ্ধদেবের ওয়ার্ডে সিপিএমের জয়জয়াকার, বাবুলকে টেক্কা দিয়ে ৬৪-৬৫ ওয়ার্ডে জয়ী সায়রা শাহ হালিম

Advertisement

এদিকে বৈশাখী ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে গেরুয়া শিবির। পরাজিত হয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, ২ লাখ ৯৭ হাজার ভোটে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। কার্যত বিজেপির হাত থেকে আসানসোল আসনও ছিনিয়ে নিল তৃণমূল। আর উপনির্বাচনে তৃণমূলের এই জয়ের জেরে খুশির হাওয়া তৃণমূল শিবিরে।

আরও পড়ুন: ২ কেন্দ্রের ব্যাপক সাফল্যে তৃণমূলের উপর আস্থা রাখায় শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার

আসানসোল লোকসভা কেন্দ্রে বিগত দিনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। পরপর এই কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি। এদিকে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সাংসদ পদও ছেড়ে দেন তিনি। এরপরই এই কেন্দ্রে উপনির্বাচন। সেই কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় শত্রুঘ্ন সিনহা। এদিকে তিনিও বিগতদিনে বিজেপি মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সেই চিত্রতারকাকেই প্রার্থী করে তৃণমূল।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.