বাংলার খবর
২ কেন্দ্রের ব্যাপক সাফল্যে তৃণমূলের উপর আস্থা রাখায় শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ” বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের বিপুল পরিমাণে ভোট দেওয়ার জন্য ভোটারদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। মানুষ আমাদের মা-মাটি মানুষের দলকে নববর্ষের উপহার দিল বলেই আমরা মনে করছি। আমাদের উপর ভরসা রাখার জন্য ভোটারদের স্যালুট।” শনিবার বালিগঞ্জ ও আসানসোল দুই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে টুইট বার্তায় ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee
বালিগঙ্গে ১৫ রাউণ্ড গণনার শেষে এগিয়ে TMC প্রার্থী বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রে Babul Supriyo-এগিয়ে রয়েছেন ৪০,৬২৩ ভোটে। CPIM এগিয়ে রয়েছে ২৮,৫১৫ ভোটে। বাম প্রার্থী sairasah halim পেয়েছেন ২৮,৫১৫ ভোট। BJP প্রার্থী keya Ghosh ভোট পেয়েছেন ৮০৯৪। Congress প্রার্থী kamaruzaman পেয়েছেন ৪৮৮১।
আরও পড়ুন: বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন গণনার Live Update
বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে ১৬ রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। TMC প্রার্থী বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছে ৪৩২২০। বাম প্রার্থী sairasah halim পেয়েছেন ২৯,১৩৬ ভোট। BJP প্রার্থী keya Ghosh ভোট পেয়েছেন ৯৩৭১। Congress প্রার্থী kamaruzaman পেয়েছেন ৪৯৬৪।
I sincerely thank the electors of the Asansol Parliamentary Constituency and the Ballygunge Assembly Constituency for giving decisive mandate to AITC party candidates. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2022
বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে ১৭ রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। TMC প্রার্থী বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছে ৪৪৯৫১। CPIM ২৯,৫৬৫। BJP ১০,৭১৯। কংগ্রেস ৫০,৪৬ ভোট পেয়েছে। ১৭ রাউন্ড গণনার শেষে বাবুল সুপ্রিয় এগিয়ে ১৫,৩৮৬ ভোটে।
আরও পড়ুন: আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা, ব্যবধান বাড়ছে BJP-এর
বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে ১৮ রাউন্ড গণনার শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। TMC প্রার্থী বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছে ৪৮,১০৯। বাম প্রার্থী sairasah halim পেয়েছেন ৩০,১৯০ভোট। BJP ১২,০৩৫। কংগ্রেস ৫১১৪ ভোট পেয়েছে। ১৮ রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় বাম প্রার্থী সায়রা শাহ হালিমের থেকে ১৭,৯১৯ ভোটে এগিয়ে রয়েছেন।