বুদ্ধদেবের ওয়ার্ডে সিপিএমের জয়জয়াকার, বাবুলকে টেক্কা দিয়ে ৬৪-৬৫ ওয়ার্ডে জয়ী সায়রা শাহ হালিম
Connect with us

বাংলার খবর

বুদ্ধদেবের ওয়ার্ডে সিপিএমের জয়জয়াকার, বাবুলকে টেক্কা দিয়ে ৬৪-৬৫ ওয়ার্ডে জয়ী সায়রা শাহ হালিম

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলার দুই কেন্দ্রের (বালিগঞ্জ-আসানসোল) নির্বাচন ঘিরে সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। শনিবার নির্বাচনের ফল বেরোতেই বালিগঞ্জ তৃণমূলের দখলে থাকলেও এখানের ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ড তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই গড়ে পিছিয়ে ঘাসফুল।

বালিগঞ্জের ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে সিপিএম। বালিগঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ আলম পেয়েছেন ৩০,১৯০ভোট। এই গড়েই তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন তিনি। শুধু তাই নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের এই ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে প্রায় ৩০০ ভোটে এগিয়ে রয়েছে সায়রা শাহ আলম। ৬৪ নম্বর ওয়ার্ডে সিপিএম জিতেছে ১৫৩ ভোটে।

আরও পড়ুন: বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়

Advertisement

যদিও শারীরিক অসুস্থতার কারণে বেশকিছু বছর ধরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি বাম আমলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে ১২ এপ্রিল বালিগঞ্জ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে ভোট দিতে গিয়ে বাম প্রার্থী সায়রা শাহ হালিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য। সায়রাকে শুভেচ্ছা জানিয়ে মীরা ভট্টাচার্য বলেছিলেন, ”বুদ্ধদেব বাবু শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি বাইরের সব খবর রাখেন।” রাজনৈতিক মহলের মতে সায়রার এই জয় নিশ্চয় বুদ্ধদেব বাবুকে আনন্দ দেবে।

আরও পড়ুন: ২ কেন্দ্রের ব্যাপক সাফল্যে তৃণমূলের উপর আস্থা রাখায় শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার

উল্লেখ্য, প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। সরাসরি বাকিদের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। এখানে মজার সমীকরণ দাঁড়িয়েছে, ৫১.৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা হালিম পেয়েছেন ৩৩.৮৯ শতাংশ ভোট। আর বিজেপি মাত্র ৪.৬৫ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। এমনকী কংগ্রেসের অর্ধেক ভোট পেয়েছে বিজেপি। কংগ্রেস এখানে পেয়েছে ৭.৮১ শতাংশ ভোট।

Advertisement