বাংলার খবর
৬৪ নম্বর এবং ৬৫ নম্বর ওয়ার্ডে পরাজিত তৃণমূল, পরাজিত হওয়ার কারণ খতিয়ে দেখতে হবে জানালেন তৃণমূলের বিধায়ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আসানসোল ও বালিগঞ্জ দুটি আসনেই তৃণমূল জিতবে তা নিয়ে কোন সন্দেহ ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল জয়ের ব্যবধান বাড়ানো। শনিবার এই ভাবেই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা তথা বিধায়ক দেবাশীষ কুমার। তবে কলকাতা পুরসভার ৬৪ নম্বর এবং ৬৫ নম্বর ওয়ার্ডে পরাজিত হওয়ার কারণ খুঁজতে বৈঠক করবেন তিনি। আগামী দিনে এই ওয়ার্ডগুলোর ওপর বিশেষ জোর দেবেন।
বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবশেষে শেষ হাসি হাসল তৃণমূল প্রার্থী Babul Supriyo। ২০০,৩০ ভোটে জিতলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এদিকে বাংলার দুই কেন্দ্রের (বালিগঞ্জ-আসানসোল) নির্বাচন ঘিরে সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। শনিবার নির্বাচনের ফল বেরোতেই বালিগঞ্জ তৃণমূলের দখলে থাকলেও এখানের ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ড তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই গড়ে পিছিয়ে ঘাসফুল।
বালিগঞ্জের ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে সিপিএম। বালিগঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ আলম পেয়েছেন ৩০,১৯০ভোট। এই গড়েই তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন তিনি। শুধু তাই নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের এই ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে প্রায় ৩০০ ভোটে এগিয়ে রয়েছে সায়রা শাহ আলম। ৬৪ নম্বর ওয়ার্ডে সিপিএম জিতেছে ১৫৩ ভোটে।
আরও পড়ুন: বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়ার পর এই প্রথমবার বিধানসভার ভোট এ করলেন বাবুল সুপ্রিয়। কুড়ি হাজার ভোটে জিতেছেন বাবুল। এই জয়ের জন্য দলনেত্রী কে কৃতজ্ঞতা জানিয়েছেন। তেমনি আসানসোলে তৃণমূল জেতায় খুশি বাবুল জানালেন এটা তার কাছে চ্যালেঞ্জ ছিল। ভোটের আগে বিজেপিকে তিনি এই নিয়ে চ্যালেঞ্জে দিয়েছিলেন।
আরও পড়ুন: আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা, ব্যবধান বাড়ছে BJP-এর
আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ তার মধ্যে চারটিতেই তৃণমূল বিজেপি-র তুলনায় বেশি ভোট পেয়েছে৷ আসানসোল:আসানসোলে ক্রমাগত নিজের মার্জিন বাড়িয়ে চলেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের ভোট গণনার শেষে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের তুলনায় প্রায় ১৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা৷ প্রথম রাউন্ডের শেষে ১০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী৷