বাংলার খবর
অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে আটকে বাংলার পুণ্যার্থীরা, নবান্নে চালু করা হল হেল্পলাইন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে অমরনাথ যাত্রা। পরিস্থিতি মোকাবিলায় আটকে থাকা পর্যটকদের উদ্ধারে নামানো হয়েছে সেনা, NDRF টিম। হড়পা বানে মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ১৬।
জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় শনিবারও চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১৫ হাজার পুণ্যার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ৪০ জনের হদিশ মেলেনি।
এদিকে বাংলা থেকে অমরনাথ যাত্রায় গিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের সমস্ত রকম চেষ্টা করছে রাজ্য সরকার। দিল্লি রেসিডেন্ট কমিশনার এর অফিস থেকে কয়েকজন অফিসার কেউ পাঠানো হয়েছে ঘটনাস্থলে।
আরও পড়ুন: অমরনাথে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভেসে গেল পুণ্যার্থী শিবির, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু
অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে-পড়া পর্যটকদের বিষয়ে খবর নেওয়ার জন্য আগ্রহীরা পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোল রুম নম্বর 033-22143526-এ যে কোনও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। অমরনাথের দুর্ঘটনার খোঁজখবর দিতে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম (০০৩২২১৪৩৫২৬)। দিল্লি রেসিডেন্ট কমিশনারের অফিস যোগাযোগ রাখছে জম্বু কাশ্মীরের সঙ্গে।
Jammu & Kashmir | 15 dead in the Amarnath cloud burst incident. Rescue operation continues. The foot yatra has been temporarily suspended: Indian Army officials pic.twitter.com/7N5iBpftbW
— ANI (@ANI) July 9, 2022
উল্লেখ্য, অমরনাথের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে আটকে ধূপগুড়ির ৬ যুবক। তাঁদের মধ্যে ৪ জন ক্যাম্পে ফিরে এলেও বাকি দু’জনের প্রথমে খোঁজ পাওয়া যায়নি। পরে ৬ জনেরই খোঁজ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে।
অমরনাথের গুহার কাছে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে ২৫টি পুণ্যার্থী শিবির। সূত্রের খবর, অমরনাথের দুর্যোগের পরে সেখানে আটকে পড়েছেন ধূপগুড়ির ৬ জন বাসিন্দা। তাঁদের মধ্যে চারজন ক্যাম্পে ফিরে এলেও বাকি দু’জনের প্রথমে কোনও খোঁজ মেলেনি।
ছয় জনই পেশায় ব্যবসায়ী, সোমবার ট্রেনে করে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। এরপর পুজো দিতে পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় তাঁরা। আচমকা মেঘ ভাঙ্গা বৃষ্টিতে তাঁরা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। প্রথমে চারজনের খোঁজ পাওয়া গেলেও দুজনকে পাওয়া যাচ্ছিল না। পরে তাঁদের সবার সন্ধান মেলে।
আরও পড়ুন: বাড়ল অমরনাথে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪০ জন পূণ্যার্থী
শুক্রবার বিকেল ৫.৩০টা নাগাদ অমরনাথ গুহার কাছে আচমকা মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। যার ফলে পাহাড় থেকে প্রবল বেগে নেমে আসে বিপুলাকৃতি জলের ধারা। নিরাপদ আশ্রয় পাওয়ার পর নিজেদের ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন পুণ্যার্থীরা।
আরও পড়ুন: অমরনাথে আটকে বাংলার ৬ বাসিন্দা
একজনের কথায়, ”মেঘ ভাঙা বৃষ্টির দশ মিনিটের মধ্যে আটজনের মৃত্যুর খবর জানতে পারি। জলের তোড়ে ভেসে আসছিল বড় বড় পাথর। লঙ্গরখানার মধ্যেও ঢুকে পড়ে কাদা মাটি। রীতিমতো ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়। প্রবল বৃষ্টি সত্ত্বেও পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছিলেন। তাঁরাও এই পরিস্থিতির শিকার হন”।