বাংলার খবর
পানীয় জলের অপচয় এবং চুরি ঠেকাতে নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার
রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জল চুরির অভিযোগ আসছে। কিন্তু এব্যাপারে সুনির্দিষ্ট আইন না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ঠিক এই কারণে এ বার জলচুরি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার

ডিজিটাল ডেস্ক: পানীয় জলের অপচয় রুখতে এবং জল চুরি ঠেকাতে এবারে নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী পুলক রায় বলেন, রাজ্য সরকার বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দিলেও সাধারণ মানুষ জল পাচ্ছেন না৷ মাঝ পথেই বেআইনিভাবে পাম্প লাগিয়ে বিনা অনুমতিতে জল টেনে নেওয়া হচ্ছে। এর ফলে যাদের কাছে যতটা জল পৌঁছানোর দরকার তা কোনোভেবেই পৌঁছাচ্ছে না।
আরও পড়ুন – ফের নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু
রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জল চুরির অভিযোগ আসছে। কিন্তু এব্যাপারে সুনির্দিষ্ট আইন না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ঠিক এই কারণে এ বার জলচুরি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ পুলক রায় আরও জানান, মানুষকে পানীয় জল দিতে বন্ধ পরিকর রাজ্য সরকার। আগামী দিনে মানুষ শুধুমাত্র পানীয় হিসেবে যাতে জল ব্যবহার করতে পারে, সেই জল যাতে অন্য কোনও কাজে ব্যবহার না হয় তাও দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। জল চুরি রুখতে জনপ্রতিনিধি ও পঞ্চায়েতকে সচেতনতা শিবির করারও অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন – মিজোরামে মৃত মালদার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে আসছেন রাজ্যপাল
আরও পড়ুন – ইরেক্টাইল ডিসফাংশন রিং কি ? এর মাধ্যমে পৌরুষত্বহীনতার চিকিৎসা কি হতে পারে ?