বাংলার খবর
ফের নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে। কি কারণে আত্মঘাতী হল ওই ছাত্রী তা নিয়ে রহস্য দানা বেঁধেছে

নিউজ ডেস্ক: রায়গঞ্জের (Raiganj News) বাসিন্দা আরও এক নার্সিং পড়ুয়ার রহস্য মত্যু। তবে এক্ষেত্রে হোস্টেলে নয় বাড়িতেই শোবার ঘর থেকে নার্সিং ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃত ছাত্রীর নাম সায়নী সরকার (Sayani Sarkar)। তার বাড়ি রায়গঞ্জ থানার মিরুয়ালে। তিনি ব্যাঙ্গালোরে নার্সিং বিভাগে পাঠরত ছিলেন। বৃহস্পতিবার রাতে শোবার ঘর থেকে তার দেহ উদ্ধার হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে। কি কারণে আত্মঘাতী হল ওই ছাত্রী তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশী চন্দনা তরফদার বলেন, ১ মাস হল বাড়িতে ছিলেন সায়নী। বৃহস্পতিবার সন্ধের পর পরিবারের এক সদস্যের নজরে আসে বিষয়টি। ছেঁড়া কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন – মিজোরামে মৃত মালদার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে আসছেন রাজ্যপাল
আরও পড়ুন – অ্যান্টি র্যাগিং কমিটি পুনর্গঠনের পরদিনই নতুন উপাচার্য নিযুক্ত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে