বাংলার খবর
ভুল ইঞ্জেকশনে রোগীর মৃত্যু, মালদা মেডিক্যালে বিক্ষোভ পরিজনদের
পরিস্থিতি সামাল দিতে আসে ইংরেজবাজার থানার পুলিশ। সেসময় দায়িত্বে থাকা নার্স ঘটনাস্থল থেকে পলাতক। এঘটনায় ওই নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে মেডিক্যাল কলেজের সুপারের কাছে অভিযোগ দায়ের মৃতের পরিবারের।

মালদা নিউজ- ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে মৃত রোগী। ঘটনাকে ঘিরে পরিজনদের বিক্ষোভে উত্তেজনা মালদা মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে, মৃত রোগীর নাম সাহিল শেখ। রবিবার দুপুরে বাইক দূর্ঘটনায় জখম হয়ে মালদা মেডিক্যালে ভর্তি হয় সাহিল শেখ নামে ওই যুবক।
আরও পড়ুন – ইলিশ বিরিয়ানি ট্রাই করবেন নাকি? জেনে নিন রেসিপি
অভিযোগ দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেলেও তার চিকিৎসা সেভাবে হয়নি। বারংবার অনুরোধ করা হলে বিকেলে তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তখনও সে সুস্থই ছিল। এরপরই সন্ধ্যায় আরেকটি ইঞ্জেকশন দেওয়া হলে তার অবস্থার অবনতি ঘটে। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ এনে বিক্ষোভ দেখায় মৃত রোগীর পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে আসে ইংরেজবাজার থানার পুলিশ। সেসময় দায়িত্বে থাকা নার্স ঘটনাস্থল থেকে পলাতক। এঘটনায় ওই নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে মেডিক্যাল কলেজের সুপারের কাছে অভিযোগ দায়ের মৃতের পরিবারের।
আরও পড়ুন –ইরেক্টাইল ডিসফাংশন রিং কি ? এর মাধ্যমে পৌরুষত্বহীনতার চিকিৎসা কি হতে পারে ?