বাংলার খবর
১৪ জুলাই থেকে চালু শিয়ালদা মেট্রো পরিষেবা, ভাড়া কত জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার শিয়ালদা মেট্রো স্টেশন দেখতে এলেন স্মৃতি ইরানি। উদ্বোধনের দিন অবশ্য যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন না। সাধারণের জন্য এই মেট্রো চলবে ১৪ জুলাই থেকে। এই মেট্রো পরিষেবা শুরু হলে রাজ্যের তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্র সেক্টর ফাইভে কর্মরতদের নিত্য হয়রানি যেমন অনেকটা মিটবে, তেমনই শহরে যানজটের ছবিটাও পাল্টাবে বলে মনে করা হচ্ছে। শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোয় ন্যূনতম ভাড়া হবে ১০ টাকা। তবে শুধু সল্টলেক সেক্টর ফাইভ নয়, পরবর্তীতে ডালহৌসি ও হাওড়ার নিত্যযাত্রীদের চাপের কথা মাথায় রেখে জায়গাবহুল এই স্টেশন নির্মাণ করা হয়েছে।
রয়েছে প্রশস্ত করিডোর, ২৭টি টিকিট কাউন্টার, ৫টি টোকেন ভেন্ডিং মেশিন, শিয়ালদহ স্টেশনের বাইরের এবং ভিতরের দিকে রাখা হয়েছে প্রশস্ত গেট। শিয়ালদহ মেট্রো স্টেশনে থাকছে মেট্রোর সর্বোচ্চ এসকালেটর। ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে জানা গিয়েছে, সেক্টর-৫ থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া পড়বে ২০ টাকা। শিয়ালদা থেকে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক এবং সিটি সেন্টার স্টেশন পর্যন্তও ভাড়া অপরিবর্তিত। বেঙ্গল কেমিক্যাল স্টেশন পর্যন্ত যেতে ভাড়া লাগবে ১০ টাকা। শিয়ালদা থেকে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান মেট্রো স্টেশনের ভাড়াও ১০ টাকা।
অষ্টম মেট্রো স্টেশন হিসেবে উদ্বোধন হতে চলেছে শিয়ালদা। ফুলবাগান ও শিয়ালদা মেট্রো স্টেশনদু’টি তৈরিতে মোট ১২৫০ কোটি টাকা খরচ পড়েছে। প্রায় ৩৫ হাজার নিত্যযাত্রী শিয়ালদা মেট্রো চালু হওয়ায় সুবিধা পাবেন বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। শিয়ালদা মেন ও দক্ষিণ শাখার যাত্রীরা সহজেই স্টেশন থেকে সল্টলেকের সেক্টর-৫ এর আইটি হাব, আন্তর্জাতিক বাস টার্মিনাস, বইমেলা প্রাঙ্গনে পৌঁছে যেতে পারবেন। কুড়ি মিনিটের দূষণহীন রুটে সল্টলেক ও নিউটাউন এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। ওই এলাকার পড়ুয়া, শিক্ষকরা সহজেই প্রেসিডেন্সি কলেজ এবং কলেজ স্ট্রিট চত্বরে পৌঁছে যেতে পারবেন। সম্পূর্ণ বাতানকুল আধুনিক সুবিধাযুক্ত কামরার পাশাপাশি এই স্টেশনে লিফ্ট, এস্কালেটর, শৌচালয় সহ বিভিন্ন সুবিধা উপলব্ধ করবেন যাত্রীরা।