আন্তর্জাতিক
প্রকাশিত হল এবারের কলকাতা বইমেলার লোগো, থাকছে প্রায় ৮০০ স্টল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুরু হচ্ছে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ২৮ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত। করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনেই এবারেও মেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা।
সরকার নির্ধারিত যাবতীয় কোভিড প্রোটোকল মেনেই মেলা আয়োজিত হবে। বৃহস্পতিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। সেখানে উদযাপন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। উদযাপিত হবে বাংলাদেশ দিবস ও শিশু দিবস। বৃহস্পতিবার বইমেলার লোগো উন্মোচন করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর ছবি রয়েছে। এ দিনের বৈঠকে জানানো হয়েছে, ইতিমধ্যে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ইন্টারন্যাশনাল পাবলিকেশনের স্বীকৃতি পেয়েছে। প্রায় ৮০০ স্টল থাকছে এবারের বইমেলায়। তার মধ্যে প্রায় ২০০ স্টল থাকছে লিটল ম্যাগাজিনের। মেলায় স্টল দেবেন বহু নতুন প্রকাশকরাও।