বাংলার খবর
পার্টি অফিস থেকে উদ্ধার লক্ষ্মী পেঁচা! পৌর ভোটের আগেই ‘লক্ষ্মী লাভ’ বলছেন তৃণমূল কর্মী-সমর্থকরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই রাজ্যের ১০৮ পৌরসভা নির্বাচন। যদিও ইতিমধ্যেই সাঁইথিয়া, বজবজ এবং দিনহাটা পৌরসভায় বিনা প্রতিদ্বন্দিতায় জিতে গিয়েছে তৃণমূল। তাই বাকি ১০৬ পৌরসভার নির্বাচন হওয়ার কথা আগামী ২৭ ফেব্রুয়ারি।
তার আগেই লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ রাজ্যের শাসকদলের! হুগলি জেলার পোলবার আলিনগরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হল সাদা রঙের লক্ষ্মী পেঁচা। তাই নিয়ে উচ্ছসিত তৃণমূলের কর্মী-সমর্থকরা। লক্ষ্মীর বাহন আরও সৌভাগ্য ফেরাবে বলেই আশা তাঁদের। হুগলি জেলার ১২টি পৌরসভা ও একটি পুরনিগমে ভোট রয়েছে। সেই সঙ্গে উত্তরপ্রদেশ ও গোয়ার বিধানসভা নির্বাচনও রয়েছে।তাতে বিজেপির সঙ্গে লড়াইয়ের ময়দানে রয়েছে তৃণমূলও। তার আগেই বৃহস্পতিবার সকালে আলিনগর পার্টি অফিসে লক্ষ্মী পেঁচার আগমন। সৌভাগ্যের বার্তা বলেই মনে করছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
তৃনমূল কর্মী সেখ ইমাম হোসেনের দাবী, রাজ্যের মা লক্ষী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর বাহন পেঁচার আগমনে আরও সৌভাগ্য আসবে দলে। এতে আশার আলোই দেখতে পাচ্ছেন তাঁরা। রাজ্যের সঙ্গে সঙ্গে দেশেও শ্রীবৃদ্ধি হবে দলের। পৌরভোটের পরের বছর পঞ্চায়েত ভোটেও মা লক্ষ্মী দলের প্রতি সদয় হবেন বলি আশাবাদী তৃণমূল কর্মীরা। যদিও এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা অর্পন চট্টোপাধ্যায় বলেছেন,’তৃণমূলের সৌভাগ্য ফিরবে না দুর্ভাগ্য, তা মানুষ বিচার করবে। লক্ষ্মী পেঁচা তৃণমূলের কাটমানির হিসাব নিতে এসেছিল।’