VisvaBharati University: ছাত্রের 'জাত' তুলে অপমান, জেল হেপাজত অধ্যাপকের
Connect with us

বাংলার খবর

VisvaBharati University: ছাত্রের ‘জাত’ তুলে অপমান, জেল হেপাজত অধ্যাপকের

Rate this post

বেঙ্গল এক্সপ্রস নিউজ: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না VisvaBharati University-র। অধ্যাপককে হেনস্থা থেকে শুরু করে পরীক্ষা বাতিলের দাবি একাধিক ইস্যুতে বেশ কয়েক মাস ধরে সংবাদ শিরোনামে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রাণ প্রিয় প্রতিষ্ঠান। 

এবার এই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রের সঙ্গে ‘জাত’ তুলে কথা বলার অভিযোগ উঠল। জানা গিয়েছে, এক ছাত্রকে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসু। তিনি বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যাপক। বিশ্বভারতীর অর্থনীতির ছাত্র সোমনাথ সৌকে কার্যত জাত তুলে অপমান করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। হেনস্থা, বিদ্বেষ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ওই অধ্যাপকের বিরুদ্ধে। 

আরও পড়ুন: বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা, দুর্ভোগে নিত্যযাত্রীরা

Advertisement

এদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। গ্রেফতার হওয়ার পর সোমবার তাঁকে পেশ করা হয় সিউড়ি জেলা আদালতে। আদালতে পেশ করা হলেও সিডি না থাকার কারণে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ওই অধ্যাপকের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ এপ্রিল পুনরায় তাকে আদালতে পেশ করা হবে। 

আরও পড়ুন: ত্রিকূট পাহাড়ে রোপওয়ে বিপত্তি, ২২ ঘণ্টা ধরে আটকে পর্যটকরা

এদিকে এই ঘটনায় অভিযোগকারী ছাত্রের দাবি, আইনের উপর তার ভরসা রয়েছে। সেকারণেই অধ্যাপকের বিরুদ্ধে তিনি শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়েছিলেন। তবে ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের পরিচিত অধ্যাপককে আটক করার ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বভারতীর অন্দরে। নানা প্রতিক্রিয়া উঠে আসছে এই ঘটনাকে ঘিরে। বিশ্বভারতীর মতো নামকরা বিশ্ববিদ্যালয়ের সংগীত ভবনের অধ্যাপককে আটক করার ঘটনা অনেকের কাছেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বভারতীর শিক্ষকমহলের পাশাপাশি পড়ুয়াদের মধ্য়েও এনিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। 

Advertisement
Continue Reading
Advertisement