ত্রিকূট পাহাড়ে রোপওয়ে বিপত্তি, ২২ ঘণ্টা ধরে আটকে পর্যটকরা
Connect with us

দেশের খবর

ত্রিকূট পাহাড়ে রোপওয়ে বিপত্তি, ২২ ঘণ্টা ধরে আটকে পর্যটকরা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বিপত্তি। রোপওয়েতে উঠে প্রায় ১৯ ঘণ্টা ধরে তার মধ্যেই আটকে রইলেন মহিলা-শিশু সহ প্রায় ৪৮ জন যাত্রী। রবিবার বিকেল পাঁচ’টা থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী ওই যাত্রীরা এখনও পর্যন্ত ‘কেবল কারে’ আটকে রয়েছেন।

জানা গিয়েছে, রবিবার রামনবমী উপলক্ষ্যে ঝাড়খণ্ডের দেওঘরে ঘুরতে আসেন বিভিন্ন প্রান্তের পর্যটকরা। রবিবার তাঁদের মধ্যে বেশ কিছুজন পর্যটক দেওঘরের সবথেকে উচ্চতম ত্রিকূট পাহাড়ে যান রোপওয়েতে চড়তে।

আরও পড়ুন: ভ্যাকসিনের দাম নিয়ে বড় ঘোষণা, জানুন কত কমল দাম

Advertisement

প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুক্ষণ পরে ঝোড়ো হাওয়া দিতেই ঘটে বিপত্তি। যাত্রীসমেত পাহাড়ের উপরে ঝুলতে থাকে রোপওয়ে। আটকে থাকা যাত্রীদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তায় জোর, নয়া ঘোষণা RBI-এর

এদিকে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে নামানো হয়েছে বায়ুসেনা, NDRF এবং প্যারা মিলিটারি বাহিনী। ড্রোনের মাধ্যমে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে জল খাবার। অন্যদিকে প্রায় ২২ ঘণ্টা ধরে রোপওয়ের ভিতরে আটকে পড়ায় অসুস্থ হয়ে পড়েছেন বেশকিছু যাত্রী। তাঁদের দ্রুত উদ্ধার করে নিচে নামিয়ে আনার কাজ চলছে। বাকিদের চিকিৎসার জন্য দেওঘর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.