বাংলার খবর
বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা, দুর্ভোগে নিত্যযাত্রীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সপ্তাহের প্রথম কাজের দিনেই বাড়ি থেকে বেরিয়ে চরম ভোগান্তির শিকার ট্রেনযাত্রীরা। সোমবার সকাল সাত’টা থেকে ট্রেন চলাচল ব্যাহত রয়েছে বনগাঁ-শিয়ালদহ শাখায়। দুর্ভোগে অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ।
সূত্রের খবর, সোমবার সকাল সওয়া সাত’টা নাগাদ ডাউন বনগা-মাঝেরহাট লোকাল মছলন্দপুর স্টেশন ছেড়ে সংহতি ঢোকার মুখে ঘটে বিপত্তি। সেই সময় চলন্ত ট্রেনের সামনে এসে পড়ে একটি ষাঁড়। দ্রুতগতিতে থাকা ওই ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ষাঁড়টি। আর তারপর বঙ্গা-মাঝেরহাট লোকালে ধরা পড়ে যান্ত্রিক গোলযোগ।
আরও পড়ুন: সীমান্ত পার করে গরু পাচারের চেষ্টা ব্যর্থ, BSF-এর গুলিতে প্রাণ গেল যুবকের
জানা গিয়েছে, দুর্ঘটনার পরই ওই ট্রেনের চালক বুঝতে পারেন ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এরপরই তিনি ধীরে ধীরে ট্রেনটিকে হাবরা ষ্টেশনে নিয়ে যান। শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত ট্রেনটিকে দত্তপুকুর ষ্টেশনে দাঁড় করিয়ে যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ চলছে। এদিকে সাতসকালে এই ঘটনার জেরে বনগাঁ শাখার বিভিন্ন ষ্টেশনে দফায় দফায় দাঁড়িয়ে পড়ে একাধিক ডাউন ট্রেন।
আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাওড়া জেলা হাসপাতালে উত্তেজনা
এই দুর্ঘটনার জেরে সকাল সাত’টার পর থেকে প্রায় প্রতিটি ট্রেনই ৩০ থেকে ৪০ মিনিট দেরীতে চলতে থাকে। যার জেরে ভ্যাপসা গরমে চরম ভোগান্তির শিকার হন ট্রেনযাত্রীরা। গন্তব্যেও পৌঁছতে দেরী হয় যাত্রীদের।