পলিটিকাল স্যাটায়ার ''বরকত গঞ্জের বকরা ''- নিয়ে হাজির রাসবিহারী শৈলুষিক
Connect with us

বিনোদন

পলিটিকাল স্যাটায়ার ”বরকত গঞ্জের বকরা ”- নিয়ে হাজির রাসবিহারী শৈলুষিক

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : শিল্পকলার অন্যতম প্রাচীন শাখা হলো ‘নাটক’। নাটকের মধ্য দিয়ে মানুষের নান্দনিকতার ও অনুভূতির প্রকাশ পায়। বিশ্বের সকল জনসমাজের সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই নাটক। উপস্থাপনা ও বিষয়বস্তুর নিরিখে নাটকের বিভিন্ন ভাগ হয়ে থাকে। বিষয়বস্তুর নিরিখে নাটক ৩ ধরণের হয়ে থাকে -বিয়োগান্তক নাটক ,মিলনাত্মক নাটক ও প্রহসন মূলক নাটক। এই প্রহসন মূলক নাটকের মাধ্যমে সমাজের নানা রকম অসঙ্গতি ,ভুল -ত্রুটি ,সমাজব্যবস্থার অন্ধকার দিক ইত্যাদি যেমন ফুটে ওঠে আবার নিছক হাস্যরসের উদ্রেকের জন্য সাধারণ বিষয় নিয়েও প্রহসনমূলক নাটক হয়ে থাকে।

এরকমই এক প্রহসনমূলক নাটক ”বরকত গঞ্জের বকরা” নিয়ে হাজির হয়েছে রাসবিহারী শৈলুষিক। নাটকটি লিখেছেন পদ্মনাভ দাসগুপ্ত এবং নির্দেশনা করেছেন সুজয় চট্টোপাধ্যায়। নাটকটির প্রযোজনা করেছেন কমলেশ্বর মুখার্জীর রাসবিহারী শৈলুষিক। এই নাটকটিতে দেখা যাবে যাঁদের তাঁরা হলেন – পদ্মনাভ দাশগুপ্ত , অসীম রায়চৌধুরী ,অর্জুন দাশগুপ্ত,গৌতম পুরকায়স্থ ,শ্রমোনা ঘোষ ,নবনীতা দত্ত ,লিপিকা চ্যাটার্জী ,রূপম ভট্টাচার্য্য,অশোক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।

 

Advertisement

”বরকত গঞ্জের বকরা” নাটকটি ”নিকোলাই গোগোলের ”দা গভর্নমেন্ট ইন্সপেক্টর ” অবলম্বনে রচিত। এটি একটি রাজনৈতিক প্রহসন। নাটকটিতে দেখা যাবে বরকত গঞ্জ নামক একটি জায়গাকে। এই বরকত গঞ্জে সবাই করাপ্টেড।এই কোরাপশনের মাঝে এসে পরে এক গভর্নমেন্ট অফিসার। তদন্তের কাজেই তাকে পাঠানো হয়। কিন্তু এই তদন্তকারী তদন্ত করতে এসে কি করবে সেটাই দেখা যাবে এই নাটকে। এটি সম্পূর্ণই একটি পলিটিকাল স্যাটায়ার।

মাসখানেকের প্রচেষ্টার পর এই নাটকটি দুবার মঞ্চস্থ হয়ে গেছে। এর মধ্যে একদিন একাডেমিতে আর একদিন গিরিশ মঞ্চে। এই দুদিনেই দর্শকদের মনে বেশ জায়গা করেছে ”বরকত গঞ্জের বকরা”। প্রহসনমূলক নাটক দেখে দর্শকেরা হাসিতে ফেটে পড়বেন সেটাই এই ধরণের নাটকের অন্যতম প্রধান শর্ত আর এই নাটকটিতে সেই শর্তটি সুন্দর ভাবেই ফুটে উঠেছে তা দর্শকদের হাসি বলছে। এই নাটকটি আগামী ৪ জুলাই আরো একবার মঞ্চস্থিত হতে চলেছে মধুসূদন মঞ্চে ,বিকেল ৬.৩০ মিনিটে। তাই গুরু-গম্ভীর বিষয়কে হাসির মোড়কে দেখতে চাইলে ”বরকত গঞ্জের বকরা ” নাটকটি অবশ্যই দেখা উচিত।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.